বাদ 'কমল' শব্দ, দিতে হবে মোদীর উক্তি, 'সিতারে জমিন পর' ছবি নিয়ে একাধিক নির্দেশ সেন্সর বোর্ডের

People's Reporter: জানা গেছে, এই সমস্ত নিয়ম পরিবর্তন করার পর অবশেষে মঙ্গলবার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
বাদ 'কমল' শব্দ, দিতে হবে মোদীর উক্তি, 'সিতারে জমিন পর' ছবি নিয়ে একাধিক নির্দেশ সেন্সর বোর্ডের
ছবি - সংগৃহীত
Published on

আমির খানের নয়া ছবি 'সিতারে জমিন পর' নিয়ে যেন জটিলতা কাটতেই চাইছে না। এবার সেন্সর বোর্ডের তরফ থেকে ছবিটি কাটছাঁট করতে বলা হয়েছে। জানা গেছে, নির্মাতাকে কমপক্ষে পাঁচটি বদল করতে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিলম সার্টিফিকেশনের (সিবিএফসি) তরফ থেকে।

আগামী ২০ জুন মুক্তি পেতে চলেছে আমির খানের নয়া ছবি 'সিতারে জমিন পর'। সম্প্রতি সেন্সর বোর্ডের তরফ থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। আমির খান নিজেই সেকথা জানিয়েছেন। কিন্তু এখন জানা গেছে, ছাড়পত্র পাওয়ার আগে ছবিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে সেন্সর বোর্ডের নির্দেশে। যদিও প্রথমে প্রযোজক রাজি না হলেও পরে রিভাইজিং কমিটি বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলে।

সিবিএফসি-এর নির্দেশ অনুযায়ী, ছবিতে দেওয়া ডিসক্লেমারটিকে বদলানো হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভয়েস ওভার ব্যবহার করতে বলেছিল সিবিএফসি। সেইমতো করা হয়েছে। এছাড়া দৃশ্য থেকে ‘কমল’ শব্দটি বাদ দিতে বলা হয়েছে। ‘বিজনেস ওম্যান’ শব্দটির বদলে ‘বিজনেস পার্সন’ করতে হবে। ‘মাইকেল জ্যাকসন’-এর বদলে ‘লাভবার্ডস’ করতে হবে।

জানা গেছে, এই সমস্ত নিয়ম পরিবর্তন করার পর অবশেষে মঙ্গলবার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ছবিটি ২ ঘন্টা ৩৮ মিনিটের একটি সিনেমা হিসেবে মানুষের কাছে প্রদর্শিত হবে। তবে কেন এই পরিবর্তন করতে বলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

২০০৭ সালে মুক্তি পায় আমির খানের 'তারে জমিন পর'। এরপর আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে তার সিক্যুয়েল 'সিতারে জমিন পর'। আরএস প্রসন্নর এই ছবিতে প্রধান চরিত্রে আমির খান ছাড়াও দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে।

বলিউড সূত্রের খবর, ছবিটি ওটিটিতে মুক্তির প্রস্তাব পেয়েছিলেন আমির। ছবির স্বত্ত্ব আমাজন প্রাইম কিনতে চেয়েছিল। তার বিনিময়ে ১২০ কোটি টাকা দিতে চেয়েছিল ওই সংস্থা। তবে তাতে নাকি রাজি হননি আমির। পরিবর্তে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন। 

KEYWORDS: Sitaare Zameen Par, Aamir Khan, Central Board of Film Certification, PM Modi

বাদ 'কমল' শব্দ, দিতে হবে মোদীর উক্তি, 'সিতারে জমিন পর' ছবি নিয়ে একাধিক নির্দেশ সেন্সর বোর্ডের
Aamir Khan: 'জঙ্গিদের মুসলিম বলে মনে করি না', পহেলগাম হামলার প্রতিক্রিয়া দেরীতে কেন, ব্যাখ্যা আমিরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in