
ছবির ট্রেলার মুক্তির কয়েক ঘণ্টা আগে কেন পহেলগাঁও হামলা নিয়ে পোস্ট? হামলা তো অনেক আগে হয়েছে। তখনই কেন হামলার নিন্দা জানিয়ে পোস্ট করেননি আমির খান? এরকম একাধিক প্রশ্ন উঠেছিল বলিউডের ' মিঃ পারফেক্টশনিস্ট'-এর বিরুদ্ধে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রতিক্রয়া দেন আমির খান। পাশাপাশি জঙ্গিদের মুসলিম হিসেবেও মনে করেন না তিনি। ধর্ম ও সন্ত্রাসের মধ্যে কি কোনও যোগ রয়েছে? সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি।
আমির খানের ছবি 'সিতারে জমিন পার' -এর ট্রেলার মুক্তির কয়েক ঘন্টা আগে অভিনেতার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে পহেলগাঁও হামলা নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। যা নিয়ে সেই সময় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির বলেন, "আমি সমাজ মাধ্যমে নেই"।
বলিউড অভিনেতাকে আরও বলতে শোনা যায়, "পহেলগাঁও হামলা নির্মম। এতে সন্ত্রাসবাদীদের কাপুরুষতাই কেবল প্রমাণ করে। তারা আমাদের দেশে প্রবেশ করে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। আপনি বা আমিও সেখানে থাকতে পারতাম। তারা মানুষের ধর্ম জিজ্ঞাসা করেছে এবং তারপর গুলি চালিয়েছে। এর অর্থ কী?"
নিজের ইসলাম ধর্মকে সমর্থন করে অভিনেতা বলেন, “কোনও ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না। আর এই সন্ত্রাসবাদীদের আমি মুসলিম বলে মনে করি না। ইসলামে স্পষ্ট লেখা রয়েছে, কোনও নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। মহিলা ও শিশুদের উপর হাত তোলা যাবে না। এই সব শিক্ষা রয়েছে আমাদের ইসলামে"।
আমির বলেন, “যারা নিরীহ মানুষদের হত্যা করছে তারা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। ওরা ভুল করছে।”
তাঁর কথায়, “আমি একজন গর্বিত মুসলিম। আমি হিন্দুস্থানি হয়েও গর্বিত। এই দুটো কথাই ভীষণ ভাবে সত্যি"।
ট্রেলার মুক্তি প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, "ট্রেলার অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এই হামলার কারণে আমি তা বাতিল করে দিয়েছিলাম"।
আমিরের যুক্তি, "আমার কি সেই সময়ে ছবিটি নিয়ে ভাবা উচিত নাকি আমাদের সেনাবাহিনী সম্পর্কে? যদি আমি কেবল আমার ছবি মুক্তি পেতে চলেছে বলে চুপ থাকি, তাহলে আমার মনে হয় এটা ভুল। তাই আমি খোলাখুলিভাবে এটি নিয়ে কথা বলেছি"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন