'প্রেস ও গাড়ির চালকদের প্রবেশ নিষেধ', কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক শুরু

People's Reporter: শ্রীময়ী বলেন, "আমরা চেয়েছিলাম খানিকটা গোপনীয়তা বজায় রাখতে। সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমরা সাংবাদিক, নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশাধিকার বন্ধ রাখতে চাই।"
কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক শুরু
কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক শুরুছবি, সংগৃহীত

গত শনিবার তৃতীয়বারের জন্য গাঁটছড়া বেধছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। এই তারকা দম্পতির বিয়ে নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। বুধবারই পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয়েছিল তারকা দম্পতির রিসেপশন। আর সেই রিসেপশন নিয়ে ফের একবার চর্চায় কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ।

বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি চান না কাঞ্চন-শ্রীময়ী, সেটা তাঁরা আগেই জানিয়েছিলেন। তবে রিসেপশনের অনুষ্ঠানে তাঁদের লিখিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই শুরু হয়েছে সমালোচনা। 

পার্ক স্ট্রিটের ওই ব্যাঙ্কোয়েট হলে ঢোকার মুখেই একটি বোর্ডে ইংরেজি হরফে লেখা ছিল “প্লিজ়, প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড।“ যার বাংলা তর্জমা করলে হয়, ‘‘সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকের প্রবেশ নিষেধ।’’

বৃহস্পতিবার সকাল থেকেই সমাজমাধ্যমে সেই ছবি ঘুরছে। তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন নেটিজেনরা।

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রীময়ী বলেন, "আমরা চেয়েছিলাম খানিকটা গোপনীয়তা বজায় রাখতে। কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে প্রবেশ করার একটা আশঙ্কা থেকেই যায়। সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমরা সাংবাদিক, নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশাধিকার বন্ধ রাখতে চাই।"

এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক এক সংবাদমাধ্যমে জানান, "প্রতিটা ভেন্যুর নিজস্ব কিছু নির্দেশ থাকে। এখানে এই নির্দেশ ছিল, যাতে অপরিচিত কেউ ঢুকে না পড়েন। তবে এই লাইন আমি লিখিনি। এইরকম লেখা হচ্ছে সেটা জানতামও না। কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী।"

কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক শুরু
Dadasaheb Phalke Awards 2024: পুরস্কার পেলেন শাহরুখ-নয়নতারা, দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক শুরু
Pankaj Udhas: ৭২-এ থামলো সুরেলা সফর, প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in