Pankaj Udhas: ৭২-এ থামলো সুরেলা সফর, প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস

People's Reporter: পঙ্কজ উধাসের পরিবার সূত্রে খবর, বিগত কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সঙ্গীত শিল্পী।
প্রয়াত পঙ্কজ উধাস
প্রয়াত পঙ্কজ উধাসফাইল ছবি - সংগৃহীত

৭২ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। সোমবার সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৪ দশ ধরে একের পর এক গানে সাধারণ মানুষের মুগ্ধ করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া বলিউডে।

পঙ্কজ উধাসের পরিবার সূত্রে খবর, বিগত কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সঙ্গীত শিল্পী। সেখানেই মৃত্যু হয় তাঁর।

পঙ্কজ কন্যা নায়াব উধাস নিজের ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, অতি দুঃখের সাথে সকলকে জানাচ্ছি যে পদ্মশ্রী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি মারা গেছেন।

তাঁর কাজের জন্য সহজেই শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিশোর কুমারের সাথেও কাজ করেছিলেন। তাঁর কাজের মধ্যে ‘না কাজরে কি ধার’, ‘চান্দি জ্যায়সা রং’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘চিট্টি আয়ি হে’-র মতো গানগুলি এখনও মানুষের মুখে মুখে শোনা যায়।

নিজের কাজের জন্য একাধিক পুরষ্কারও লাভ করেন খ্যাতনামা এই শিল্পী। ২০০৬ সালের ২৯ মার্চ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বর্ষসেরা গজল গায়ক হিসেবে ১৯৮৫ সালে কে এল সায়গল পুরষ্কার জিতেছিলেন পঙ্কজ উধাস। ২০০৫ সালে সেরা গজল অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছিল সঙ্গীতশিল্পীর 'হাসরাত'। যার জন্য জিতেছিলেন 'কালাকার' পুরষ্কার। এছাড়াও দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি বহু পুরষ্কার লাভ করেন।

প্রয়াত পঙ্কজ উধাস
Dadasaheb Phalke Awards 2024: পুরস্কার পেলেন শাহরুখ-নয়নতারা, দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
প্রয়াত পঙ্কজ উধাস
Sandeshkhali: উত্তপ্ত সন্দেশখালি, ভ্যালেন্টাইনস ডে পালনে ব্যস্ত সাংসদ নুসরত জাহান, কটাক্ষ বিরোধীদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in