
ফের থানায় অভিযোগ দায়ের হল তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে। এবার 'পুষ্পা ২ঃ দ্য রুল' সিনেমার একটি দৃশ্যের জেরে মামলা। ওই দৃশ্যে পুলিশকে অপমান করার অভিযোগ উঠেছে। আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তেলাঙ্গানার সিনিয়র কংগ্রেস নেতা। এর আগে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর মামলায় জামিনে আছেন তেলেগু অভিনেতা।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, কংগ্রেস নেতা থেনমার মাল্লান্না তেলেঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লু অর্জুন, ‘পুষ্পা ২’ ছবির পরিচালক সুকুমার এবং প্রযোজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, ‘পুষ্পা ২’ সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে।
সিনেমার এক দৃশ্যে দেখা গেছে, এক পুলিশ আধিকারিক সুইমিং পুলে থাকাকালীন পুলে প্রস্রাব করছেন আল্লু। কংগ্রেস নেতার অভিযোগ, এই দৃশ্যে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। অভিনেতা, ছবির পরিচালক এবং প্রযোজকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারের সময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে উপস্থিত হয়েছিলেন আল্লু আর্জুন। তাঁকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। সেই ঘটনায় আহত হন ওই মহিলার ১৩ বছরের পুত্রও। তারপরই আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।
সেই অভিযোগের ভিত্তিতে হায়দ্রাবাদে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। প্রথমে চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয়। এরপর নামপল্লী আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। পরে অবশ্য তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান অভিনেতা।
তবে এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার অভিনেতার হায়দ্রাবাদের বাড়িতে নোটিশ দেয় পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টায় চিক্কাড়পল্লি থানায় হাজিরাও দেন তিনি। দীর্ঘক্ষণ তাঁকে জেরা করা হয়।
এছাড়া রবিবার অর্থাৎ ২২ ডিসেম্বর আল্লু অর্জুনের হায়দ্রাবাদের জুবিলি হিলসের বাড়ির সামনে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। অভিনেতার বাড়িতে ঢুকে টমেটো ছোঁড়া হয়। ফুলের টব ভেঙে রীতিমতো তোলপাড় চালায় হামলাকারীরা। হামলাকারীরা নিজেদের ওয়াসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিয়েছিল। এই ঘটনায় ছ'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন