অনলাইনে অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগ! বিভিন্ন ওটিটি সংস্থা ও কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

People's Reporter: আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগ সংক্রান্ত মামলায় কেন্দ্র-সহ ওটিটি সংস্থা, সমাজমাধ্যম এবং অনলাইন সার্চ ইঞ্জিনকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি সংগৃহীত
Published on

বিভিন্ন অনলাইন মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগ উঠে আসাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বিষয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পাশাপাশি, আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগ সংক্রান্ত মামলায় কেন্দ্র-সহ ওটিটি সংস্থা, সমাজমাধ্যম এবং অনলাইন সার্চ ইঞ্জিনকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত।

সম্প্রতি সুপ্রিম কোর্টে ওটিটি সংস্থা এবং সমাজমাধ্যমে বিভিন্ন আপত্তিকর, অশ্লীল এবং অশোভন বিষয়বস্তু দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গবই এবং বিচারপতি এজি মাসিহ্‌র বেঞ্চে ছিল এই মামলার শুনানি। শুনানিতে আবেদনকারীর পক্ষের এইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আদালাতে জানিয়েছেন, এই ঘটনা প্রকৃত অর্থেই উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে কেন্দ্রের অবস্থান জানতে চান বিচারপতি গাভই।

যার উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, কিছু সাধারণ অনুষ্ঠানেও অশ্লীল বিষয়বস্তু থাকতে দেখা গিয়েছে। যেটা এতটাই বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে, দু’জন ব্যক্তি একসঙ্গে বসে তা দেখতে পারেন না। তুষার মেহেতা আরও জানান, কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে। বাকি ক্ষেত্রে ভাবনাচিন্তা করা হচ্ছে।

এরপরেই কেন্দ্র সরকার-সহ একাধিক সংস্থায় নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। আইনি খবর পরিবেশকারী ‘লাইভ ল’ –এর প্রতিবেদন অনুসারে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অলটবালাজি, উল্লু ডিজিটাল, মুবি, এক্স, গুগল, মেটা এবং অ্যাপল-কে নোটিশ জারি করেছে।

উল্লেখ্য, এর আগে রণবীর ইলাহাবাদিয়ার মামলাতেও অনলাইন মাধ্যমে বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণের জন্যে কেন্দ্রকে পদক্ষেপ করতে বলেছিল সুপ্রিম কোর্ট।  

সুপ্রিম কোর্ট
'দম থাকলে সন্ত্রাসবাদীদের মাথা নিয়ে আসুন' - FIR-র পরেও পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে আক্রমণ নেহার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in