আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়াজ’ খ্যাত কমেডিয়ান বীর দাস

People's Reporter: ২০২১ সালে আমেরিকায় ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়াজ’ নামক একটি কবিতা পাঠ করে সংবাদের শিরোনামে আসেন বীর। দেশকে অপমান করার অভিযোগে দিল্লির তিলক মার্গ থানায় বীরের বিরুদ্ধে FIR করে বিজেপি।
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন কমেডিয়ান বীর দাস
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন কমেডিয়ান বীর দাসছবি সৌজন্যে বীর দাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন কমেডিয়ান বীর দাস। নেটফ্লিক্সের বিশেষ কমেডি শো ‘Vir Das: Landing’-এর জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের কমেডি বিভাগে মনোনীত হয়েছিলেন বীর। তাঁর সাথে এই বিভাগে মনোনীত হয়েছিল Le Flambeau, El Encargado এবং Derry Girls Season 3। বীরের সাথে এই বিভাগে যৌথ ভাবে পুরস্কার জিতেছে Derry Girls Season 3।

পুরস্কার জয়ের পর ট্রফির সাথে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বীর। ইন্সটাগ্রামে তিনি লেখেন, “ভারতের জন্য। ভারতীয় কমেডির জন্য। প্রতিটি শ্বাস, প্রতিটি শব্দ। এই অবিশ্বাস্য সম্মানের আন্তর্জাতিক এমি পুরস্কারকে ধন্যবাদ।“

এর আগেও একবার আন্তর্জাতিক এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বীর। কিন্তু পুরস্কার পাননি তিনি। মূলত স্ট্যান্ড-আপ কমেডিয়ানের জন্য পরিচিত হলেও বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন বীর। যার মধ্যে রয়েছে - দিল্লি বেলি (Delhi Belly), গো গোয়া গন (Go Goa Gone), শাদি কে সাইড এফেক্টস (Shaadi Ke Side Effects)।

২০২১ সালে আমেরিকার ওয়াশিংটনে ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়াজ’ নামক একটি কবিতা পাঠ করে সংবাদের শিরোনামে আসেন বীর দাস। এই কবিতার মাধ্যমে ভারতের দুটি দিক তুলে ধরেছিলেন তিনি। বীর বলেছিলেন, ‘‘আমি এমন ভারতের বাসিন্দা, যেখানে আমরা দিনে নারীদের (দেবী রূপে) পুজো করি এবং রাতে তাঁদেরই গণধর্ষণ করি।’’ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন, সহ একাধিক জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেছিলেন ওই কবিতায়। এর পরেই গেরুয়া শিবিরের আক্রমণের মুখে পড়েন বীর। দেশকে অপমান করার অভিযোগে দিল্লির তিলক মার্গ থানায় বীরের বিরুদ্ধে এফআইআর-ও করে বিজেপি। গেরুয়া হুমকির মুখে দেশে একের পর এক শো বাতিল হয়ে যায় তাঁর।  

তবে বীরের এমি অ্যাওয়ার্ডস জয়ের সাফল্যে খুশি তাঁর অনুরাগী এবং বন্ধুরা। তাঁর ইন্সটাগ্রাম পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে অভিনন্দনের বন্যায়। অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদান, সোফি চৌধুরী, ভিজে অনুশা সহ অনেকেই।

অপরদিকে, এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া হল বলিউড অভিনেত্রী শেফালি শাহর। নেটফ্লিক্সে দিল্লি ক্রাইম-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন শেফালি।

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন কমেডিয়ান বীর দাস
Tamilnadu: ৩ বছর ধরে বিল আটকে কেন? শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in