Brahmastra: মন্দিরে নয়, জুতো পায়ে দুর্গা পুজোর মণ্ডপে রণবীর, বিতর্কের মাঝে মুখ খুললেন পরিচালক

ট্রেলারে দেখা গিয়েছে, জুতো পায়ে দিয়ে মন্দিরে প্রবেশ করছেন ঋষি-পুত্র রণবীর কাপুর। এই নিয়েই দানা বাঁধে বিতর্ক। বিতর্কের জল গড়ালে পর, এই ঘটনাকে নিয়ে মুখ খুললেন সিনেমার পরিচালক অয়ন মুখার্জি।
বিতর্কিত সেই দৃশ্য (বাম দিকে)
বিতর্কিত সেই দৃশ্য (বাম দিকে)ছবি - সংগৃহীত
Published on

গত সপ্তাহে, মুক্তি পেয়েছে অয়ন মুখার্জির বহুল প্রতীক্ষিত ছবি, ‘ব্রহ্মাস্ত্র’ -এর ট্রেলার। ট্রেলার মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই তা সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। রণবীর-আলিয়া অভিনীত এই ছবির ট্রেলারের একটি বিশেষ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে নেটিজনেরা। এতেই থেমে থাকেননি তাঁরা, এই ঘটনাকে হিন্দু ধর্মের অবমাননা করার অভিযোগও করা হয়েছে টিম ‘ব্রহ্মাস্ত্র’ -এর উপরে।

ট্রেলারে দেখা গিয়েছে, জুতো পায়ে দিয়ে মন্দিরে প্রবেশ করছেন ঋষি-পুত্র রণবীর কাপুর। এই নিয়েই দানা বাঁধে বিতর্ক। বিতর্কের জল গড়ালে পর, এই ঘটনাকে নিয়ে মুখ খুললেন সিনেমার পরিচালক অয়ন মুখার্জি।

‘ব্রহ্মাস্ত্র’-র ট্রেলারে দেখা গিয়েছে, জুতো পরে মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন রণবীর। যেখানে লেখা আছে ‘দশেরা মহোৎসব’। রবিবার (১৯জুন), ইনস্টাগ্রামে সিনেমার ফোরকে (4k) ট্রেলার শেয়ার করেছেন। সঙ্গে রণবীরের জুতো পরে মন্দিরে ঢোকা নিয়েও নিজের ইনস্টাগ্রামে বয়ান উল্লেখ করেন পরিচালক অয়ন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমাদের সম্প্রদায়ের অনেকেই রণবীরের জুতো পরে ঘণ্টা বাজানো নিয়ে আপত্তি তুলেছে। একজন ফিল্মনির্মাতা ও ঠাকুরভক্ত হিসেবে আমি ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই। আমাদের সিনেমায় রণবীর কোনও মন্দিরে ঢোকেনি, বরং ঢুকেছে এক দুর্গা পুজোর প্যান্ডেলে।

অয়ন আরও বলেছেন, আমার নিজের পরিবার বিগত ৭৫ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। আমি নিজেও ছোটবেলা থেকে বারোয়ারী পুজোর অংশ। যারা এই দৃশ্যটি দেখে মনে আঘাত পেয়েছেন, তাঁদের ভুল ভাঙাতে চাই আমি। কারণ, ব্রহ্মাস্ত্র এমন এক ছবি যা ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে তৈরি। তাই আমি চাই এই অনুভবটা সকল ভারতীয়র মনে পৌঁছে যাক।"

অয়ন মুখার্জি পরিচালিত, 'ব্রহ্মাস্ত্র' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। এছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনা বিগবাজেট অভিনেতারা। চলতি বছরের ৯ই সেপ্টেম্বর টুডি এবং থ্রিডি এবং তে মুক্তি পাবে এই সিনেমা।

বিতর্কিত সেই দৃশ্য (বাম দিকে)
চার বছর পর 'বিক্রম' নিয়ে পর্দায় ফিরেছেন কমল হাসান, দু'সপ্তাহে বক্স অফিস কালেকশন ৩৪০ কোটি!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in