
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, হৃদরোগজনিত সমস্যার কারণে মৃত্যু হয়েছে তাঁর। ‘ভারত কুমার’ –এর প্রয়াণে শোকস্তব্ধ অভিনয়জগত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। লিভার সিরোসিস ছিল তাঁর। স্বাস্থ্যের অবনতি ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি মনোজ কুমারকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার প্রয়াত হন তিনি। শনিবার মনোজের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে কুণাল গোস্বামী।
‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’, ‘ক্রান্তি’ –এর মতো দেশাত্মবোধক ছবিগুলিতে অভিনয় করেছেন তিনি। তাই তাঁকে ‘ভারত কুমার’ উপাধি দেওয়া হয়েছিল। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন ছিলেন। পর্দায় মনোজ কুমার যে ভাবে দেশের প্রতি ভালবাসা জানিয়েছেন, দেশ এবং দেশবাসী তা আজীবন মনে রাখবে। তাঁর কাজগুলি গর্বের চেতনা জাগিয়েছিল। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর অভাব পূরণ করা শক্ত। পরিবারের প্রতি সমবেদনা জানাই”।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য খ্যাত তিনি। তাই 'ভারত কুমার' বলে সম্বোধন করা হত তাঁকে। নিজের দেশের প্রতি ভালবাসা শেষ দিন পর্যন্ত ধরে রেখেছিলেন। তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি”।
১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ (বর্তমানে যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া) –এ এক পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও অভিনয় জগতে প্রবেশের পর নিজেকে মনোজ কুমার হিসাবেই পরিচয় দিতেন তিনি। ১৯৫৭ সালে ‘ফ্যাশন’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ ছবি ছিল তাঁর অভিনয় জগতের প্রথম বড় ছবি। এরপর ১৯৬৫ সালে ‘গুমনাম’ ছবি ছিল সেই বছরের সবথেকে বেশি ব্যবসা করা ছবি, যা স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের আত্মজীবনী।
অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মনোজ কুমার। ১৯৭৫ সালে ‘রোটি কাপড়া আউর মকান’ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা পরিচালকের পুরস্কার পান তিনি। ১৯৯২ সালে পদ্মশ্রী, ১৯৯৯ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনোজ কুমার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন