

বক্স অফিসে ক্ষতির মুখে আমিরের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’। সহস্রাধিক শো বাতিল হচ্ছে এই দুই তারকা অভিনেতার। কিন্তু হঠাৎ এমন হওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের লাল সিং চাড্ডা। ছবিটি একটি বিদেশী ছবি ফরেস্ট গাম্পের অনুকরণে তৈরি হয়েছে। অন্যদিকে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ নিয়েও চিন্তায় ছবির পরিচালক থেকে শুরু করে প্রযোজকরা। দুই ছবির প্রচারের জন্যও বহু টাকা খরচ করা হয়। বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়েও প্রচার চালায় অভিনেতারা। তাদের এই প্রচার অভিযান কার্যত ব্যর্থ হয়েছে। একের পর এক প্রেক্ষাগৃহ থেকে এই দুই সিনেমা তুলে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, দর্শকদের মন জয় করতে পারেনি অক্ষয় ও আমিরের সিনেমা।
১১ আগস্ট মুক্তি পায় লাল সিং চাড্ডা ও রক্ষা বন্ধন। পরের দিনই আমিরের সিনেমার ১৩০০ টি শো বন্ধ হয়ে যায়। বলিউডের ‘খিলাড়ীর’ প্রায় ১০০০ শো বাতিল হয়। প্রথম দিনে আমিরের সিনেমার আয় ১২ কোটি টাকা। যা প্রত্যাশার চেয়ে অনেকটাই কম। একইভাবে রক্ষা বন্ধনের প্রথম দিনে আয় ৮ কোটি ২০ লক্ষ টাকা।
উল্লেখ্য, লাল সিং চাড্ডা তৈরিতে খরচ হয় প্রায় ২০০ কোটি টাকা। ৪ বছর পর আমির বড় পর্দায় আসল। এসেই ধাক্কা খেতে হল তাকে। অন্যদিকে চলতি বছরে অক্ষয়ের দুটি ফ্লপ ছবির পর রক্ষা বন্ধনও ফ্লপ করল। দুই সিনেমার এমন অবস্থা হবে তা কেউ আশা করতে পারেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন