বিজেপির সহায়তায় ১৮ কোটির ঋণ মকুব প্রীতি জিন্টার! গুরুতর অভিযোগ কংগ্রেসের, কী জবাব অভিনেত্রীর?

People's Reporter: কেরল কংগ্রেস লিখেছে, “বিজেপিকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হস্তান্তরিত করেছেন প্রীতি। বিনিময়ে ১৮ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে"।
প্রীতি জিন্টা
প্রীতি জিন্টাফাইল ছবি
Published on

সুদীর্ঘ সফল অভিনয় জীবন। বর্তমানে আইপিএল টিম পাঞ্জাব কিংস–এর সহ-মালকিন। সেই প্রীতি জিন্টা এখন ১৮ কোটি টাকার ঋণ মকুব নিয়ে খবরের শিরোনামে। কেরল কংগ্রেসের অভিযোগ, অভিনেত্রীর সমস্ত ঋণ মকুব করে দিয়েছে ব্যাংক। পাল্টা প্রীতি এটিকে অসত্য বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, নিজের উপার্জনের টাকায় ঋণ শোধ করেছেন তিনি।

সম্প্রতি নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১২২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয় ব্যাঙ্কের সিইও অভিমন্যু ভোয়ানকে। আর এর পরেই এই মামলায় নাম জড়ায় প্রীতি জিন্টার। অভিযোগ ওঠে, ওই সমবায় ব্যাঙ্ক থেকে প্রীতি ১৮ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। সেটা মকুব করে দেওয়া হয়েছে।

এই নিয়ে কেরল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এক পোষ্ট করা হয়। কেরল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে প্রীতিকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, “বিজেপিকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হস্তান্তরিত করেছেন প্রীতি। বিনিময়ে ১৮ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে। গত সপ্তাহেই সেই ব্যাঙ্ক ভেঙে পড়েছে। নিজেদের সঞ্চয় ফিরে পেতে এখন রাস্তায় সাধারণ মানুষ”।

বস্তুত, সাম্প্রতিক কালে যেভাবে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন কাজ নিজের সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন প্রীতি, তার নেপথ্যেই ঋণ মকুবের প্রতিশ্রুতি রয়েছে বলে দাবি করছেন অনেকেই।

যদিও এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে দাবি করছেন অভিনেত্রী। মঙ্গলবার কেরল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। পাশাপাশি দুর্নীতিকাণ্ডের পর্দাফাঁস করা সুচেতা দালালকেও একহাত নেন তিনি। অভিনেত্রী লেখেন, “ভুরি ভুরি অসত্য ছড়িয়ে পড়ছে। নিজের কেরিয়ারে বহু শ্রদ্ধেয় সাংবাদিককে ভুল খবর ছড়াতে দেখেছি। ভুল সংশোধনের গরজ পর্যন্ত দেখাননি, ক্ষমাও চাননি। আদালতে সেই নিয়ে লড়াই করতে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়েছে আমার। কিন্তু এর দায় নিতে হবে”।

এখানেই শেষ নয়। অভিনেত্রী আরও লেখেন, “সঠিক তদন্ত ছাড়া যারা এসব লিখছেন, নাম ধরে ধরে তাঁদের চিহ্নিত করব। সুচেতা দালাল, আপনি যদি আমার ভাবমূর্তির পরোয়া না করেন, আমিও আপনার ভাবমূর্তির পরোয়া করব না। সত্যাসত্য জানতে এর পর থেকে ফোন করে নেবেন আমাকে। আপনার মতো তিল তিল করে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছি আমি”।

পাশপাশি, কেরল কংগ্রেসের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে প্রীতি লিখেছেন, “নিজের অ্যাকাউন্ট নিজেই চালাই আমি। ভুয়ো খবর প্রচার করার জন্য লজ্জিত হোন। কেউ আমার ঋণ মকুব করে দেননি। আমি স্তম্ভিত যে একটি রাজনৈতিক দল এবং তার প্রতিনিধিরা ভুয়ো খবর ছড়াচ্ছেন, গুজবে অংশ নিচ্ছেন এবং আমার নাম ও ছবি ব্যবহার করে এসব গুজব ছড়াচ্ছেন। যে টাকা ঋণ নেওয়া হয়েছিল তার পুরোটাই শোধ করা হয়েছিল ১০ বছর আগে। আশাকরি জবাব পেয়ে গিয়েছেন। ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি হবে না”।

প্রীতি জিন্টা
Delhi: ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রীর ঘর থেকে আম্বেদকর-ভগৎ সিং-র ছবি সরালো বিজেপি! অভিযোগ অতিশীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in