রূপান্তরকামীদের স্বনির্ভর করতে আসরে অভিনেতা আয়ুষ্মান খুরানা, বিনিয়োগ খাদ্য ট্রাকে
চণ্ডীগড়ের রূপান্তরকামী (LGBTQIA+) সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Actor Ayushmann Khurrana)। তাঁরা যাতে খাদ্য ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হতে পারেন, সে জন্য খাদ্য ট্রাক তৈরিতে বিনিয়োগ করেছেন তিনি।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রান্সজেন্ডার ছাত্র ও রাজ্যের রূপান্তরকামীদের হয়ে লড়াই করা ধনঞ্জয় চৌহান টুইটারে ফুড ট্রাকের ছবি শেয়ার করে লিখেছেন,' 'ট্রান্সজেন্ডারকে সমর্থন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আয়ুষ্মান খুরানা। আপনার সাহায্য ছাড়া আমাদের স্বপ্ন কখনই পূরণ হবে না। খাদ্য ব্যবসা শুরু করার জন্য ট্রান্সজেন্ডারদের একটি জায়গা দিতে পারে চণ্ডীগড় প্রশাসন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়।'
অন্যদিকে, অভিনেতা আয়ুষ্মান জানিয়েছেন, 'আমার মতে, একজন অভিনেতার সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। মানুষের ভালবাসাই আমাদের এমন জায়গায় এনেছে। আমরা যদি মানুষ এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কিছু করতে পারি, তাহলে তাঁরাও তাঁদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমি সর্বদা বিশ্বাস করি সকলের অন্তর্ভুক্তিই একটি জাতি গঠনের প্রাথমিক স্তম্ভ।'
সঙ্গে তিনি বলেন, 'প্রত্যেক ব্যক্তিকে যতটা সম্ভব সাহায্য করার জন্য তাদের কিছু করতে হবে। অন্যদেরও একই কাজ করতে উত্সাহিত করতে হবে আমাদের। যখন আমরা বুঝতে পারবো, এটি কতটা সিম্বিওটিক, তখন আমরা সকলের একসাথে থাকার আনন্দ খুঁজে পাবো। মনে বিশ্বের অস্তিত্ব লুকিয়ে রয়েছে বৈচিত্র্যের ঐক্যের মধ্যে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন