নতুন ফেলুদাকে নিয়ে ব্যঙ্গ দর্শকদের, অবশেষে মুখ খুললেন সৃজিতের ফেলু মিত্তির টোটা

“সৌমিত্রবাবু বা সব্যসাচীবাবু হিমালয়-সম, ওনাদের সঙ্গে আমার তুলনা করা আর সৌরভ বা ধোনির সঙ্গে ক্যাম্বিস বলের পাড়ার ক্রিকেটারের তুলনা করা, একই পর্যায়ের। তাই দয়া করে তুলনা করবেন না।” - টোটা
নতুন ফেলুদাকে নিয়ে ব্যঙ্গ দর্শকদের, অবশেষে মুখ খুললেন সৃজিতের ফেলু মিত্তির টোটা
ছবি - সংগৃহীত

চলতি মাসেই (জুন) মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দার্জিলিং জমজমাট’। ফেলুদাকে বড় পর্দায় দেখা নিয়ে বাঙ্গালীদের উচ্ছ্বাস চিরকালীন। তাই এবারও এই সিরিজ মুক্তির পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সৃজিত তাঁর ফেলুদা হিসেবে বেছে নিয়েছিলেন অভিনেতা টোটা রায়চৌধুরীকে। এই চরিত্র নির্বাচনের পর নতুন ফেলুদা টোটাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন মানুষ। এবার টোটা-কে নিয়েই সৃজিতের দ্বিতীয় ফেলুদা সিরিজ মুক্তি পেয়েছে হইচই-তে। সৃজিতের নতুন ফেলুদা সিরিজ নিয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছেন নেটিজনেরা। ভালো-খারাপ মিশ্র প্রতিক্রিয়া তো আছেই, যা সব কাজেই থাকে। কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত এই হইচই সিরিজ সম্পর্কে দর্শককুলের প্রতিক্রিয়া খারাপের দিকেই বেশি! নেটিজেনদের একাংশ তো পরিচালকের কাছে ব্যঙ্গাত্মক অনুরোধ করেছেন, ‘ফেলুদাকে ছেড়ে দিন সৃজিতদা’।

‘ফেলুদার গোয়েন্দাগিরি: দার্জিলিং জমজমাট’ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন এই বিষয় নিয়ে মুখ খুললেন ফেলু চরিত্রাভিনেতা টোটা রায় চৌধুরি। তিনি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, “সৌমিত্রবাবু বা সব্যসাচীবাবু হিমালয়-সম, ওনাদের সঙ্গে আমার তুলনা করা আর সৌরভ বা ধোনির সঙ্গে ক্যাম্বিস বলের পাড়ার ক্রিকেটারের তুলনা করা, একই পর্যায়ের। তাই দয়া করে তুলনা করবেন না।” এখানেই অবশ্য থামেননি টোটা।

তিনি বলেন, “সাধারণত সমালোচনাকে আমি স্বাগত জানাই। তা থেকে অনেক কিছু শেখা যায়। তবে এবারে একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হল। বেশ কিছু সমালোচনা গঠনমূলক তো নয়ই। অসম্ভব ঘৃণা মিশ্রিত। যার প্রধান উদ্দেশ্যই হল পরিচালককে বা অভিনেতাদের হেও করা। বেশ কিছু মানুষ জোরের সঙ্গে দাবি করছেন যে, সৃজিত মুখোপাধ্যায়ের গত কয়েকটা কাজ নাকি পাতে দেওয়ার অযোগ্য। অথচ, তাঁরা সেই অযোগ্য কাজগুলোই যে কেন পরপর দেখছেন সেই রহস্যের সমাধান করতে হয়ত ফেলুদাকেই ডাকতে হবে! ব্যক্তিগতভাবে বলতে পারি যে সৃজিতের মত পরিশ্রমী, কাজের প্রতি এতটা সমর্পিত পরিচালক আমি আমার পঁচিশ বছরের কেরিয়ারে দুজন দেখিনি।” টোটা খানিক অভিমানের স্বরেই বলেছেন, “গাঁয়ের পণ্ডিত যে ভিক্ষা পায়না তা আমার থেকে ভালো কে জানে।”

উল্লেখ্য, প্রযোজনা সংস্থা সূত্রের খবর ‘দার্জিলিং জমজমাট’ সিরিজটি দশ দিনের মধ্যেই বাংলা ওটিটি প্ল্যাটফর্মের ইতিহাসের রেকর্ড করে ফেলেছে। এখনও পর্যন্ত বাংলায় সবচেয়ে বেশি সংখ্যক দর্শক এই সিরিজটি দেখেছেন। তার জন্য টোটা ও সৃজিত কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি দর্শককে।

নতুন ফেলুদাকে নিয়ে ব্যঙ্গ দর্শকদের, অবশেষে মুখ খুললেন সৃজিতের ফেলু মিত্তির টোটা
কথা রাখলেন রণদীপ হুডা, সর্বজিতের দিদির শেষকৃত্যে গিয়ে নিজ হাতে করলেন মুখাগ্নি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in