
সর্বজিতের দিদি দলবীর কৌরকে দেওয়া কথা রাখলেন বলিউড স্টার রণদীপ হুডা। দলবীরের মৃত্যুর খবর পেয়েই মুম্বই থেকে চণ্ডীগড়ে উড়ে গেলেন অভিনেতা।
২০১৬ সালে রিলিজ করেছিল বলিউডের ছবি ‘সর্বজিত’। পাকিস্তানে বন্দি ভারতীয়র জীবন নিয়ে তৈরি এই ছবিতে সর্বজিতের ভূমিকা অভিনয় করেছিলেন রণদীপ। আর দিদি দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ঐশ্বর্য্য রাই বচ্চনকে।
প্রসঙ্গত, ১৯৯১ সালে গুপ্তচর তকমা দিয়ে ভারতীয় নাগরিক সর্বজিতকে গ্রেফতার করে ও মৃত্যুদণ্ড দেয় পাক আদালত। তবে এই সাজা শোনার পর থেমে থাকেননি দিদি দলবীর। ভাইয়ের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, সর্বজিতের মুক্তির জন্য আন্তর্জাতিক মঞ্চে গিয়েও লড়াই করেছিল ভারত সরকার। ২০০৮ সালে অনির্দিষ্টকালের জন্য সর্বজিতের প্রাণদণ্ড স্থগিত রাখে পাক সরকার। তবে, ২০১৩ সালে জেলেবন্দি থাকা অবস্থাতেই অপর একজন জেলবন্দির আক্রমণে মৃত্যু হয় সর্বজিতের।
ওমাঙ্গ কুমারের পরিচালনায় ‘সর্বজিত’ ছবির শুরুর দিন থেকেই দলবীর কৌরের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল সর্বজিতের চরিত্রাভিনেতা রণদীপ হুডার। অভিনেতার মধ্যে নিজের ভাইকেই দেখেছিলেন দলবীর। বিশেষ অনুরোধ রেখেছিলেন অভিনেতা রণদীপের কাছে। অনুরোধ ছিল এই যে, দলবীরের মৃত্যুর পর রণদীপ যেন অতি অবশ্যই দলবীরের শেষকৃত্যে অংশগ্রহণ করেন।
শনিবার (২৫শে জুন), ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সর্বজিতের দিদি দলবীর কৌরের। দিদিকে দেওয়া শেষ কথামতো দলবীর কৌরের মৃত্যুসংবাদ পাওয়া মাত্রই মুম্বাই থেকে অমৃতসরে যান রণদীপ। সেখানে সমস্ত রীতি মেনে রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন রণদীপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন