আমির খানকে আসাম ভ্রমণ স্থগিত করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

বলিউড অভিনেতা আমির খানকে আসাম ভ্রমণ স্থগিত করতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমির খান রাজ্যে এলে 'আজাদি কা অমৃত মহোৎসব' থেকে রাজ্যবাসীর নজর সরে যেতে পারে।
আমির খান এবং হিমন্ত বিশ্বশর্মা
আমির খান এবং হিমন্ত বিশ্বশর্মাফাইল ছবি
Published on

বলিউড অভিনেতা আমির খানকে আসাম ভ্রমণ স্থগিত করতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমির খান রাজ্যে এলে 'আজাদি কা অমৃত মহোৎসব' থেকে রাজ্যবাসীর নজর সরে যেতে পারে। স্বাধীনতা দিবসের পর আমির খানকে রাজ্য ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আসাম ভ্রমণের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন আমির খান। এ প্রসঙ্গে শুক্রবার সংবাদমাধ্যমে বিশ্বশর্মা জানান, "আমির খান এই ব্যাপারে আমার সাথে কথা বলেছেন। তিনি স্বাধীনতা দিবস উদযাপনের সময় আসামে আসতে চেয়েছিলেন। তবে এর ফলে 'আজাদি কা অমৃত মহোৎসব' থেকে মানুষের নজর সরে যেতে পারে। তাই আমি তাঁকে এ রাজ্যে আসার জন্য ১৫ আগস্টের পরে একটি তারিখ ঠিক করতে বলেছি।"

হিমন্ত বিশ্বশর্মা আরও জানান, আমির খানের সাথে তাঁর খুব ভাল সম্পর্ক রয়েছে এবং তাঁরা প্রায়শই টেলিফোনে কথা বলেন। তবে, আমির খানের এই আসাম সফরের কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন শর্মা।

সূত্রের খবর অনুযায়ী, আমির খান তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'লাল সিং চাড্ডা'-র প্রচার করতে আসাম যেতে চেয়েছিলেন, যা আইকনিক হলিউড সিনেমা 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রিমেক। তবে হিমন্ত বিশ্বশর্মার এই প্রস্তাব মেনে আমির খান স্বাধীনতা দিবসের পরে আসাম আসতে রাজি হয়েছেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে 'লাল সিং চাড্ডা'। ছবিটি মুক্তির আগেই তা বয়কটের ডাক দেন একাধিক ব্যক্তি। তাঁদের অভিযোগ, এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীর প্রতি অসম্মান প্রদর্শিত হয়েছে। এই সিনেমায় আমির খান ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কাপূর খান।

উল্লেখ্য, এর আগে আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়ে আসামের বন্যা-দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন। এ বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা আমিরকে ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইটও করেছিলেন।

আমির খান এবং হিমন্ত বিশ্বশর্মা
জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী আমির খানের মত মানুষরা - বিজেপি সাংসদের বেলাগাম মন্তব্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in