Aryan Khan: মাদক কান্ডে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান

মাদক কান্ডে আটক হবার তিন সপ্তাহ পরে জামিন পেলেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে।
আরিয়ান খান
আরিয়ান খানছবি - সংগৃহীত

মাদক কান্ডে আটক হবার তিন সপ্তাহ পরে জামিন পেলেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। এদিন আরিয়ান খানের সঙ্গেই জামিন পেয়েছেন আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা। এঁরা সকলেই একইদিনে গ্রেপ্তার হয়েছিলেন।

বিচারপতি এন ডব্লু সামব্রে জানিয়েছেন এই বিষয়ে আগামীকাল শুক্রবার বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে। ফলত, জামিন হলেও যতক্ষণ না জেল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ হাতে পাবে ততক্ষণ জেলেই থাকতে হবে আরিয়ান খান সহ তিনজনকে।

গত ৩ অক্টোবর থেকে ২৩ বছর বয়সী আরিয়ান খান জেলে ছিলেন। এক ক্রুইজ পার্টি থেকে আরও কয়েকজনের সঙ্গে গ্রেপ্তার হন আরিয়ান খান।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে কর্ডেলিয়া নামের এক প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ আটজনকে আটক করে NCB। এই প্রমোদতরীতে ছদ্মবেশে ছিলেন NCB অফিসারের একটি টিম। প্রমোদতরী গোয়া অভিমুখে চলতে শুরু করলে মাদক-পার্টি শুরু হয়। তখনই আটজনকে আটক করে NCB।

দীর্ঘ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদের পর দুপুরেই আরিয়ান খান স্বীকার করেছিলেন পার্টিতে ড্রাগ নিয়েছেন তিনি। NCB-র ডিরেক্টর জেনারেল এস এন প্রধান তখনই সংবাদসংস্থা IANS-কে জানিয়েছিলেন আরিয়ান খানকে শীঘ্রই গ্রেফতার করা হবে।

NCB-র তরফ থেকে বলা হয়েছে, মাদক পার্টি থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টা MDMA পিল উদ্ধার হয়েছে।‌

যদিও পরবর্তী সময়ে আরিয়ান খান মাদক মামলায় চাঞ্চল্যকর দাবি করেন নারকোটিক্স কন্ট্রোল ব‍্যুরো বা এনসিবির এক সাক্ষী। প্রভাকর সাইল নামের ওই সাক্ষী আদালতে হলফনামা জমা দিয়ে দাবি করেন, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সাথে বিরুদ্ধে সাক্ষ‍্য দেওয়ার জন্য তাঁকে টাকা দিয়েছিল এনসিবি এবং কে পি গোসাভি।

আরিয়ান খানের গ্রেফতারের পরই তাঁর সাথে এক ব‍্যক্তির সেলফি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি কে পি গোসাভি‌। আরিয়ান খানকে গ্রেফতারের পর থেকেই একাধিক অভিযোগ উঠেছে নিজেকে বেসরকারি গোয়েন্দা বলে দাবি করা এই ব্যক্তিকে নিয়ে। তারপর থেকেই নিখোঁজ এই প্রাইভেট ডিটেকটিভ। সাইলকে নিজেদের সাক্ষী হিসেবে পেশ করেছিল এনসিবি।

বৃহস্পতিবার সকালেই মুম্বাইয়ের প্রমোদতরীতে অভিযান চালানোর সময় এনসিবি-কে সাহায্যকারী 'ইন্ডিপেন্ডেন্ট উইটনেস' কে পি গোসাভিকে আটক করে পুলিশ। পুনেতে আটক করা হয় তাঁকে। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত এই খবরটি নিশ্চিত করেন।

আরিয়ান খান
Mumbai Drug Case: 'এখান থেকে জালিয়াতির শুরু' - সমীর ওয়ানখেড়ের জন্ম শংসাপত্র ট্যুইট করে দাবি মালিকের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in