
বিপাকে বলিউড পরিচালক রাম গোপাল ভার্মা। সাত বছর আগের এক চেক বাউন্সের মামলায় পরিচালককে দোষী সাব্যস্ত করেছে মুম্বাইয়ের একটি আদালত। পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
এবিষয়ে রাম গোপাল ভার্মা জানিয়েছেন, “আমার এবং আন্ধেরি আদালতের খবরের বিষয়ে স্পষ্ট করতে চাই, এটি এক প্রাক্তন কর্মীর সাথে ২ লক্ষ ৩৮ হাজার টাকার ৭ বছর পুরানো একটি মামলা। এটি নিষ্পত্তি হওয়ার বিষয় নয়। এই বিষয়ে আর কিছু বলতে পারব না, কারণ এটি আদালতের বিচারাধীন রয়েছে”।
২১ জানুয়ারি এই ঘটনার রায় দেয় আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত। সেদিন আদালতে উপস্থিত ছিলেন না পরিচালক। তাই আদালত পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী তিন মাসের মধ্যে সমস্ত টাকা মেটাতে হবে পরিচালককে, নইলে তিন মাসের কারাদণ্ড হবে বলে জানিয়েছে আদালত।
মামলাটি ২০১৮ সালে দায়ের করা। সেই সময় রামগোপাল ভার্মা এবং শ্রী নামের একটি সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের সময় এই সমস্যা তৈরি হয়। পরিচালকের বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ ওঠে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রামগোপালের অ্যাকাউন্টে ৩.৭২ লক্ষ টাকা ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
এরপর এই মামলার একাধিক শুনানি হলেও পরিচালক অনুপস্থিত থেকেছেন আদালতে। জানা যাচ্ছে, আদালতকে শুনানিতে সাহায্যও করেননি পরিচালক। উল্লেখ্য, ২০২২ সালে এই মামলায় ৫০০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছিল রামগোপাল ভর্মাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন