A R Rahman: 'কারার ওই লৌহকপাট' নিয়ে ছেলেখেলা - নজরুল গীতি রিমেকের জেরে চরম সমালোচিত এ আর রহমান

People's Reporter: একজন লেখেন, কাজী নজরুল ইসলামের এমন একটি গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। যে গান আমাদের দেশের স্বাধীনতার মতো বিষয়ের সাথে জড়িত।
কাজী নজরুল ইসলাম ও এ আর রহমান
কাজী নজরুল ইসলাম ও এ আর রহমানছবি - সংগৃহীত

নজরুল গীতি রিমেক করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের মুখে বিখ্যাত সুরকার এ আর রহমান। 'পিপ্পা' নামের এক সিনেমাতে কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' গানটি নতুন ভাবে ব্যবহার করেছেন তিনি। ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই ছবি। অবশ্য এবারই প্রথম নয়। এর আগে জাতীয় সঙ্গীত 'জন গণ মন অধিনায়ক'-এর ক্ষেত্রেও কিছু অংশে নিজের মত করে সুরারোপ করেছিলেন এ আর রহমান বলে অভিযোগ উঠেছিল।

বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের মতে, গানের কথার অর্থ না বুঝেই গানটিতে সুরারোপ করেছেন রহমান। যার ফলে গানের কথার গাম্ভীর্যের সঙ্গে সুরের কোনও সামঞ্জস্য নেই। নতুন সুরে গানটি গাইবার সময় যেভাবে শব্দকে ভাঙা হয়েছে তাও গানের কথার মূল ভাবকে না বুঝেই করা হয়েছে। ফলে পুরো বিষয়টিই ছেলেখেলার পর্যায়ে চলে গেছে।

ছবিটিতে একাধিক বাঙালি সঙ্গীত শিল্পী মিলে গানটি গেয়েছেন। ইউটিউবে এই গান প্রকাশ পেতেই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের দাবি, বাঙালি ভাবাবেগে আঘাত করেছেন এ আর রহমান। প্রতিবাদ জানিয়েছেন খ্যাতনামা শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও।

জনৈক নেটিজেন লেখেন, "কাজী নজরুল ইসলামের এমন একটি গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। যে গান আমাদের দেশের স্বাধীনতার মতো বিষয়ের সাথে জড়িত, যা শুনলে আমাদের মহান বিপ্লবীদের প্রতি মাথা নত হয়ে আসে, তাকে নষ্ট করার অধিকার কারোর নেই। এ আর রহমনের মতো শিল্পীর কাছ থেকে এটা আশা করি না। একজন শ্রোতা হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানালাম"।

আবার কেউ লেখেন, "এই ধরণের কাজ আপনার থেকে আশা করা যায় না। ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হয়েছিল গানটা। আপনি এই গানের সাথে যা ইচ্ছা করতে পারেন না। আমাদের কিংবদন্তীদের অসম্মান করতে পারেন না আপনি। আমি এবং সমগ্র বাঙালি সম্প্রদায় এই দুঃসাহসের তীব্র নিন্দা জানাই"।

আরেক জন লিখেছেন, 'রক্ত গরম হওয়া গান শুনে রক্ত শূন্য হয়ে গেলো'। অন্য একজন লেখেন, 'আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন শিল্পীর কাছ থেকে এই ভাবে গানটা শুনবো সত্যি আশা করিনি'।

আবার কেউ লেখেন, 'সব থেকে অবাক হচ্ছি যাঁরা গানটা গাইলেন তাঁরা গাওয়ার সময় একটু ভাবলেনও না! একবার প্রতিবাদটুকুও করলেন না? এরা কেমন শিল্পী? নাম তো দেখছি প্রত্যেকেই বাঙালি!'

এ আর রহমানের ইউটিউব চ্যানেল থেকে জানা যাচ্ছে যাঁরা এই গানের সাথে যুক্ত সকলেই বাঙালি। অন্তত নাম দেখে সেটাই বোঝা যাচ্ছে। 'পিপ্পা' সিনেমাটি ১৯৭১-র ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে গড়ে তোলা হয়েছে। সেই সময় ৪৫ ক্যাভালরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম সিং মেহতার জীবনকে কেন্দ্র করে সিনেমাটি।

বাঙালি জাতীয়তাবোধকে দর্শকদের কাছে আকর্ষণীয় করার জন্য এ আর রহমান এই গানটি নতুন করে সুর দিয়ে ব্যবহার করেছেন। কিন্তু গানটি মুক্তির পর থেকেই একের পর এক সমালোচনা হচ্ছে এ আর রহমনকে নিয়ে। সিনেমাটি তৈরি করেছেন রাজা কৃষ্ণ মেনন।

কাজী নজরুল ইসলাম ও এ আর রহমান
Sunny Leone: পরিচারিকার মেয়ে নিখোঁজ! খুঁজে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা সানির
কাজী নজরুল ইসলাম ও এ আর রহমান
সমাজমাধ্যমে ভাইরাল অভিনেত্রী রাশ্মিকার ডিপফেক ভিডিও! ‘কড়া আইনি পদক্ষেপ' চেয়ে সরব অমিতাভ বচ্চনও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in