‘অপমান করিনি’ - অরিজিতের গান নিয়ে বিতর্কিত মন্তব্যের পরই সাফাই অনুরাধা পড়োয়ালের!

তিনি বলেন, আমি অরিজিতের সুরের জন্য বলিনি বা তাঁকে অপমান করিনি। আমি বলতে চেয়েছি আসল গানকে রিমেক করে অপমান করা হয়েছে।
বিতর্কিত মন্তব্যের পর মুখ খুললেন অনুরাধা পড়োয়াল
বিতর্কিত মন্তব্যের পর মুখ খুললেন অনুরাধা পড়োয়ালগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সম্প্রতি অরিজিত সিং-এর গান নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান ৮০-৯০ দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। তিনি বলেছিলেন অরিজিতের গান শুনলে তাঁর কান্না পায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন তিনি। এবার ওই মন্তব্য নিয়েই মুখ খুললেন অনুরাধা পড়োয়াল।

বিতর্ক যাতে দীর্ঘায়িত না হয় কার্যত সেই কাজ করলেন সঙ্গীতশিল্পী। একটি বিবৃতিতে তিনি বলেন, 'আমি অরিজিতের সুরের জন্য বলিনি বা তাঁকে অপমান করিনি। আমি বলতে চেয়েছি আসল গানকে রিমেক করে অপমান করা হয়েছে। তাতেই আমার কান্না পায়। আমি দুঃখিত হই। রিমিক্স তৈরি করলে এমন ভাবে তৈরি হোক যাতে আসল গানের মর্যাদা নষ্ট না হয়। আর এই আলোচনা বেশি না করাই ভালো। পৃথিবীতে আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়েও আলোচনা করা যায়'।

প্রসঙ্গত, কিছু দিন আগেই অনুরাধা পড়োয়াল বলেছিলেন, 'অরিজিত সিং আমার গাওয়া গানের যে রিমেক ভার্সান গেয়েছে তা অত্যন্ত জঘন্য। আমি কেঁদে ফেলেছিলাম। পরে বার বার নিজের গাওয়া গানটা চালিয়ে শুনছিলাম।'

বর্তমান সঙ্গীতশিল্পীদের মধ্যে একদম প্রথম সারিতে আছেন অরিজিত সিং। তাঁর গানে মুগ্ধ প্রায় সকলেই। দেশে ও দেশের বাইরেও খ্যাতি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা অরিজিতের। আর তাঁর উদ্দেশ্যে এমন মন্তব্য তাঁর অনুরাগীরা ভালোভাবে নেয়নি তা অনুরাধা পড়োয়াল বুঝতে পেরেছেন।

১৯৮৮ সালে বিনোদ খান্না, ফিরোজ খান, মাধুরী দীক্ষিত অভিনীত ‘দয়াবান’ ছবিতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সঙ্গীত পরিচালনায় ‘আজ ফির তুম পে পেয়ার আয়া’ গান গেয়েছিলেন অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উধাস। ২৬ বছর পর 'হেট স্টোরি টু'-তে গানটির রিমেক ভার্সানটি গান অরিজিৎ সিং। এই গান শুনেই অনুরাধা দেবী নাকি চমকে উঠেছিলেন।

বিতর্কিত মন্তব্যের পর মুখ খুললেন অনুরাধা পড়োয়াল
২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ, শাহরুখ পুত্রকে গ্রেফতার করা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে FIR!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in