২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ, শাহরুখ পুত্রকে গ্রেফতার করা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে FIR!

সমীর ওয়াংখেড়ে ছাড়া আরও চার জনের নাম রয়েছে। তাঁরা হলেন, বিশ্ব বিজয় সিং, প্রাক্তন এনসিবি কর্তা আশিস রঞ্জন, কেপি গোসাভি এবং তাঁর সহযোগী সানভিল ডি'সুজা।
সমীর ওয়াংখেড়ে
সমীর ওয়াংখেড়েফাইল ছবি সংগৃহীত

শাহরুখ পুত্র আরিয়ান খানকে মাদক যোগে গ্রেফতার করা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই। ওই আধিকারিকের বিরুদ্ধে আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তিনিই নন, আরও অনেকের নাম রয়েছে এফআইআর কপিতে।

সিবিআই-র দায়ের করা এফআইআর-এ সমীর ওয়াংখেড়ে ছাড়া আরও চার জনের নাম রয়েছে। তাঁরা হলেন, বিশ্ব বিজয় সিং, প্রাক্তন এনসিবি কর্তা আশিস রঞ্জন, কেপি গোসাভি এবং তাঁর সহযোগী সানভিল ডি'সুজা। এই কেপি গোসাভি হলেন সেই ব্যক্তি যিনি আরিয়ান খান মামলার সাক্ষী এবং যাঁকে শাহরুখ পুত্রের সাথে সেলফি তুলতেও দেখা যায়।

এফআইআর এ উল্লেখ করা হয়েছে, এনসিবি কর্তাদের অভিযানের সাক্ষী ছিলেন কেপি গোসাভি। আরিয়ান খানকে গ্রেফতার করার পর এই ব্যক্তিকে কীভাবে এনসিবি কর্তারা ছবি তোলার অনুমতি দিলেন? এনসিবি কর্তাদের সাথে তাঁর কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও এফআইআর-এ বলা হয়েছে, সমীর ওয়াংখেড়ে ও আশিস রঞ্জনের আয় বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছে। আয়ের থেকে বেশি পরিমাণ সম্পত্তি রয়েছে। দামি বিদেশী ঘড়িও উল্লেখ রয়েছে এফআইআর কপিতে। এমনকি ওই আধিকারিকরা আরিয়ান খানের পরিবারের সদস্যদের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার মতো ষড়যন্ত্রের সাথে যুক্ত বলেও উল্লেখ করা হয়েছে। ২৫ কোটি টাকার বদলে শেষ পর্যন্ত ১৮ কোটি টাকার ডিল হয়েছিল।

প্রভাকর সইলি নামের এক ব‍্যক্তি, যিনি নিজেকে গোসাভির বডিগার্ড হিসেবে দাবি করেছিলেন, তিনি আদালতে এক হলফনামায় জানিয়েছিলেন, আরিয়ান খানকে মুক্তি পাইয়ে দিতে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন গোসাভি। ফোনে এই টাকা চাওয়ার কথা শুনেছেন তিনি। এর মধ্যে ৮ কোটি টাকা এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের জন্য বলেও ফোনে বলতে শোনা যায় গোসাভিকে।

উল্লেখ্য, সমীর ওয়াংখেড়ে সহ একাধিক আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। সমীরবাবুর বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সেই সময় এনসিবির প্রাক্তন আধিকারিক বলেছিলেন, "আমি দেশপ্রেমিক। দেশেকে ভালোবেসে কাজ করেছি। তার শাস্তি এখন পেতে হচ্ছে। আর সিবিআই ১৩ ঘণ্টা আমার বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে। বাড়ি থেকে মাত্র ১৮ হাজার টাকা ও সম্পত্তির চারটি দলিল উদ্ধার করতে পেরেছে। এর থেকে বেশি কিছু পায়নি।

সমীর ওয়াংখেড়ে
পুণে থেকে আটক NCB-র 'ইন্ডিপেন্ডেন্ট উইটনেস' কে পি গোসাভি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in