Anasuya Sengupta: কানে নজির বঙ্গতনয়ার, প্রথম ভারতীয় হিসাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অনসূয়া

People's Reporter: মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনার হিসাবে কাজ করেন অনসূয়া। থাকেন গোয়াতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।
অনসূয়া সেনগুপ্ত
অনসূয়া সেনগুপ্ত ছবি - অনসূয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল

প্রথম বাঙালী কন্যা হিসাবে কান চলচিত্র উৎসবে নজির গড়লেন অনসূয়া সেনগুপ্ত। পাশাপাশি, প্রথম ভারতীয় হিসাবেও নজির গড়লেন এই বঙ্গ তনয়া। সেরা অভিনেত্রী হিসাবে পেলেন কানের 'Un Certain Regard' বিভাগের পুরস্কার। 'দ্য শেমলেস' ছবিতে অভিনয়ের জন্য এই পুরষ্কার পেলেন বাঙালী কন্যা।

মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনার হিসাবে কাজ করেন অনসূয়া। থাকেন গোয়াতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ছবি 'দ্য শেমলেস'-এ অভিনয় করেন অনসূয়া। এই ছবির শ্যুটিং চলে প্রায় মাস খানেক ধরে, অর্ধেক ভারতে ও অর্ধেক নেপালে।

জানা গেছে, পরিচালক অনসূয়ার ফেসবুক বন্ধু। হঠাৎই একদিন পরিচালক অনসূয়াকে একটি অডিও ক্লিপ পাঠাতে বলেন। অভিনয় জীবনের শুরু সেখান থেকেই। ছবিতে তিনি রেণুকার চরিত্রে অভিনয় করেছেন। একজন ভবঘুরে যিনি খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে দিল্লি থেকে পালিয়ে উত্তর ভারতের এক যৌনপল্লীতে আশ্রয় নেন। ছবির গল্প আবর্তিত হয় রেণুকার সঙ্গে কিশোরী দেবিকার 'অবৈধ' প্রেমের সম্পর্ক নিয়ে। দেবিকার চরিত্রে ওমারা শেট্টিকে দেখা গেছে। 

কানে প্রথম ভারতীয় হিসাবে পুরস্কার পেয়ে তৃতীয় লিঙ্গের মানুষ এবং অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের সেটি উৎসর্গ করেন তিনি। তাঁর কথায়, 'যাঁরা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন যা লড়ার কোনও প্রয়োজন ছিল না।'

‘দ্য শেমলেস’ ছবি ছাড়াও অনসূয়াকে সৃজিত মুখার্জির ‘রে’ সিরিজেও দেখা গিয়েছে।

অনসূয়া সেনগুপ্ত
Shah Rukh Khan: আনন্দের মাঝেই খারাপ খবর নাইট শিবিরে, অসুস্থ হয়ে হাসপাতালে কিং খান
অনসূয়া সেনগুপ্ত
Lok Sabha Polls 24: তিন রাজ্যে একাধিক বাড়ি-জমি, রয়েছে বিপুল ঋণও, কত সম্পত্তির মালিক কঙ্গনা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in