Shah Rukh Khan: আনন্দের মাঝেই খারাপ খবর নাইট শিবিরে, অসুস্থ হয়ে হাসপাতালে কিং খান

People's Reporter: জানা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁর লু লেগে গিয়েছে, শরীরে জলের পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অসুস্থ হয়ে হাসপাতালে কিং খান
অসুস্থ হয়ে হাসপাতালে কিং খান

আনন্দের মধ্যেই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্স দলের। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স।আর তারপরেই দলের কর্ণধার শাহরুখ খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। আহমেদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হিট স্ট্রোকের কারণেই অসুস্থ হন বলে সূত্রের খবর। ডাক্তাররা পর্যবেক্ষণে রেখেছেন বাদশাহকে।

মঙ্গলবার ম্যাচ শেষে গোটা স্টেডিয়াম পরিদর্শন করেন শাহরুখ খান। ছেলে আব্রাহাম আর মেয়ে সুহানাকে নিয়ে ভিকট্রি ল্যাপও দেন। এরপরে খুশির মুহূর্তে ব্রডকাস্টারদের সঙ্গে খুনসুঁটিও করতে দেখা যায়। জানা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁর লু লেগে গিয়েছে, শরীরে জলের পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারে আইপিএলে আরসিবি আর মুম্বই ম্যাচ ছাড়া কলকাতার প্রতি ম্যাচেই শাহরুখ মাঠে ছিলেন। দলের খারাপ সময়ে পাশে ছিলেন। ২০১২ সালে চেন্নাইয়ের মাঠে কেকেআর চ্যাম্পিয়ন হয়। সেবার শাহরুখ মাঠের ছিলেন। এবারও চেন্নাইয়ে ফাইনাল ম্যাচ খেলবে নাইটরা। এখন দেখার রবিবার শাহরুখ মাঠে থাকতে পারেন কিনা।

২০১৪ সালের পরে আর ট্রফি পায়নি কেকেআর। তবে এবারে যা তারা ক্রিকেট খেলছে তাতে ট্রফির স্বপ্ন দেখাই যায়। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে ৩৮ বল আগেই সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় সানরাইজার্স। জবাবে ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে শ্রেয়স আইয়ারের দল। তাতে জোড়া হাফসেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ার (৫১*) ও শ্রেয়স আইয়ারের (৫৮*)। সল্টের বদলি গুরবাজ আউট হন ২৩ করে। নারিন করেন ২১। শুরুতে বিধ্বংসী স্পেল করে নাইটদের জয়ের কাজটা সহজ করে দেন মিচেল স্টার্ক। পাওয়ার প্লে-এর ৬ ওভারেই ৪৫ রান তুলতে ৪ উইকেট হারায় সানরাইজার্স। রাহুল ত্রিপাঠি সর্বোচ্চ ৫৫ করেন। স্টার্ক ৩৪ রানে ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী নেন ২ উইকেট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in