

দর্শক টানার জন্য অশ্লীল কনটেন্ট, অহেতুক যৌনতা! এমনকি গল্পের ছলে সফট পর্ণ দেখানো হচ্ছে, যা জনমানসে ভীষণভাবে প্রভাব ফেলছে। এই ধরনের একাধিক অভিযোগ তুলে ২৫ টি অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করল কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ‘উল্লু', ‘বিগ শট অ্যাপ’, 'অল্ট' -সহ একাধিক জনপ্রিয় অ্যাপ।
২৩ জুলাই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মোট ২৬টি অ্যাপ এবং ১৪ টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অ্যাপ ও ওয়েবসাইট যাঁরা ব্যবহার করেন বা যাঁরা করেন না তাঁদের কারোর কাছেই যাতে সেগুলি ব্যবহারের অ্যাকসেস না থাকে তাই এই সিদ্ধান্ত।
নিষিদ্ধের তালিকায় রয়েছে - ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘লুক এন্টারটেনমেন্ট’, ‘হিটপ্রাইম’, ‘ফেনেয়ো’, ‘শো-এক্স’, ‘সোল টকিজ’, ‘আড্ডা টিভি’, ‘হটএক্স ভিআইপি’, ‘হলচল অ্যাপ’, ‘মুডেক্স’, ‘নিওনেক্স ভিআইপি’, ‘ফুজি’, ‘মোজিফ্লিক্স’, ‘ট্রিফ্লিকস’ -এর মতো অ্যাপগুলি।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০০০ সালের ভারতীয় ন্যায়সংহিতায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারা, ২০২৩ সালের ভারতীয় ন্যায়সংহিতার ২৯৪ ধারা ও ১৯৮৬ সালের ৪ নম্বর ধারা অনুসারে এই অ্যাপগুলি আইনলঙ্ঘন করেছে। যে কারণে এগুলি নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে সরকার এই প্ল্যাটফর্মগুলির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে, ২৫টি প্ল্যাটফর্মের সকলকেই সরকারী সতর্কতা দেওয়া হয়েছিল। চলতি বছর ফেব্রুয়ারিতে মন্ত্রণালয় একটি পরামর্শ জারি করে OTT প্ল্যাটফর্মগুলিকে ভারতের অশ্লীলতা আইন এবং আইটি নিয়ম, ২০২১-এর অধীনে নির্ধারিত নীতিগুলি মেনে চলার আহ্বান জানিয়েছিল। এরপরেও সে নির্দেশ মানেনি ওই অ্যাপগুলো বলে অভিযোগ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন