Parno Mitra: 'নিজেকে ধন্য মনে করছি', বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দাবি অভিনেত্রী পার্নো মিত্রর

People's Reporter: পার্নো বলেন, “৬ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম, হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি। মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গিয়েছে।"
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্রছবি সংগৃহীত
Published on

নতুন বছরের আগেই ‘ফুল’ বদলালেন পার্নো মিত্র। পদ্মফুল থেকে ঘাসফুলে গেলেন তিনি। টলি অভিনেত্রীর মতে, ছ’বছর আগের করা ভুল সংশোধন করলেন তিনি।  

শুক্রবার সকালেই অভিনেত্রীর দলবদলের গুঞ্জন শোনা যায়। অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ তৃণমূলের সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে শাসকদলে যোগ দেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য এবং জায়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন পার্নো মিত্র।

এরপর সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, “গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা বড় দিন। কারণ আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তাঁর আশীর্বাদে, আমার একটা নতুন পথ যাত্রা শুরু। এবং সেই পথে আমি এগিয়ে যাব দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।“

এরপর তিনি বলেন, “৬ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম, হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি। মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গিয়েছে, বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে, নিজেকে সত্যই ধন্য মনে করছি। ...আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন। আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে, আপনারা আমার পাশে থাকবেন।“

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন পার্নো। মুখ্যমন্ত্রী দলকে নির্দেশ দিয়েছেন পার্নোকে দলে সংযুক্ত করার।”

উল্লেখ্য, ২০১৯-এ পদ্মশিবিরে যোগ দেন অভিনেত্রী পার্নো মিত্র। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু তৎকালীন তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো। গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাপস রায়।

‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন পার্নো।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র
Odisha: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও সংখ্যালঘুরা নিরাপদ নন - ওড়িশার ঘটনায় প্রতিক্রিয়া কংগ্রেসের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in