Delhi: পার্কিং নিয়ে বিবাদের জেরে খুন অভিনেত্রী হুমা কুরেশির ভাই! কী ঘটেছিল? প্রকাশ্যে সিসিটিভি ভিডিও

People's Reporter: এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তরা হলেন - উজ্জ্বল (১৯) এবং গৌতম (১৮)। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারার অধীনে খুনের মামলায় এফআইআর দায়ের করেছে পুলিশ।
খুন হুমা কুরেশির ভাই আসিফ
খুন হুমা কুরেশির ভাই আসিফগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচসার জেরে খুন হলেন অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশি (৪২)। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির নিজামুদ্দিন এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার হয়েছে খুনের অস্ত্রও।

আসিফ কুরেশির মুরগির মাংসের ব্যবসা রয়েছে। জানা গেছে, তাঁর দুই স্ত্রী। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। বাইকটি আসিফের ঠিক বাড়ির সামনেই রাখা ছিল বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর হাতাহাতি। কিছু সময় পর এলাকা ছেড়ে চলে যান দুই যুবক। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তার পরেই নাকি তাঁকে হত্যা করেন তারা বলে অভিযোগ।

এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্তদের মধ্যে এক যুবক আসিফ কুরেশির উপর হামলা চালাচ্ছে। আত্মরক্ষার জন্য তাকে ধাক্কা দেয় আসিফ। দেখা যাচ্ছে, এক মহিলা উভয় পক্ষকে আটকানোর চেষ্টা করলেও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।

আরও দেখা গেছে, দুই অভিযুক্ত আসিফকে মাটিতে ফেলে তাঁকে ঘুষি মারতে শুরু করে। প্রতিবেশীরা আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর বাকি ঘটনা স্পষ্ট নয়।

হুমার ভাইয়ের এক স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়। আমার স্বামী আসিফ, তাঁদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে"।

হুমকি দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তাঁর ভাইকে নিয়ে আসেন এবং একটি ধারালো অস্ত্র দিয়ে আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ প্রথম স্ত্রী শাহিনের। তিনি বলেছেন, "আমি আমার দেওরকে ডেকে পাঠাই। তবে তিনি আসার আগেই আসিফের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল"।

এরপর আসিফকে দ্রুত কৈলাসের পূর্বাঞ্চলে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শাহিন জানিয়েছেন, "চিকিৎসকরা বলেন তিনি ঘন্টা খানেক আগেই মারা গেছেন"। তাঁর স্ত্রীর দাবি, এর আগেও অভিযুক্তরা আসিফকে হত্যার চেষ্টা করেছিল।

এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তরা হলেন - উজ্জ্বল (১৯) এবং গৌতম (১৮)। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১০৩ ধারার অধীনে খুনের মামলায় এফআইআর দায়ের করেছে পুলিশ।

খুন হুমা কুরেশির ভাই আসিফ
Chhattisgarh: ছত্তিশগড়ে কয়লা প্রকল্পের নামে ১,৭৪২ হেক্টর বন ধ্বংস! প্রতিবাদে বৃন্দা কারাত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in