
পারিশ্রমিক বাড়ানো, শো পিছু বেশি লেখক, পেনশন এবং স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি ও উন্নত কাজের পরিবেশের দাবিতে গত মে মাস থেকে ধর্মঘট চলছে হলিউডে। এবার তাতে যোগ দিলেন মার্কিন অভিনেতারাও। তাঁদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে বলেই জানিয়েছে লেখক ও অভিনেতাদের সংগঠন। গত ২ মে থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।
SAG (স্ক্রিন অ্যাক্টরস গিল্ড)- AFTRA (আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট) সংগঠনটি হলো অভিনেতাদের। 'রাইটার্স গিল্ড অফ আমেরিকা' নামক সংগঠনটি হলো লেখকদের। প্রথমে ১১ হাজারের বেশি লেখক ও চিত্রপরিচালক ধর্মঘটে সমর্থন জানিয়েছিলেন। সূত্রের খবর, এবার বড় পর্দা ও ছোটো পর্দা মিলিয়ে দেড় লক্ষেরও বেশি অভিনেতা-অভিনেত্রী এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। 'স্ক্রিন অ্যক্টর্স গিল্ড'-র সদস্যদের মধ্যে বিশ্বের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন। টম ক্রুজ থেকে শুরু করে অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকারা এই সংগঠনের সদস্য।
তাঁদের দাবি, হলিউডের সাথে যুক্ত সকল কর্মীদের বেতন ঠিক সময়ে দিতে হবে। চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচার্সের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। কারণ এই নতুন প্রযুক্তির ফলে অনেক মানুষ কর্মহারা হচ্ছেন।
'রাইটার্স গিল্ড অফ আমেরিকার' অভিযোগ, স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাড়বাড়ন্তের জেরে কাজের চাপ অসহনীয় জায়গায় পৌঁছেছে, কিন্তু সেই তুলনায় লেখকরা যোগ্য পারিশ্রমিক পাচ্ছেন না। আসলে কোম্পানিগুলি লেখকদের জন্য অর্থ ব্যয় করতে অনীহা প্রকাশ করছে। যা হলিউডের কাজের পরিবেশ নষ্ট করছে। এর পরিবর্তন হওয়া দরকার।
প্রসঙ্গত, এর আগে হলিউডে দীর্ঘমেয়াদি ধর্মঘট হয়েছিল ২০০৭ সালে। প্রায় ১০০ দিন চলেছিল সেই ধর্মঘট। সেই সময় হলিউড ২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছিল। ফের একবার সেই ক্ষতির আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন