
২০২২ এরপর ২০২৫ – প্রায় তিনবছর পর বড়পর্দায় ফিরছেন আমির খান। মঙ্গলবার প্রকাশিত হয়েছে তাঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’ –এর ট্রেলার। তবে ট্রেলার মুক্তি পাওয়ার আগেই ফের বিতর্কে জড়ালেন বলিউডের পারফেক্টশনিস্ট।
‘অপারেশন সিঁদুর’ অভিযানের সাফল্য নিয়ে কিছুই পোস্ট করেননি অভিনেতা। তবে প্রায় এক সপ্তাহ পর মঙ্গলবার ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার লঞ্চের কিছু সময় আগে ভারতীয় সেনাদের অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয় আমির খান প্রোডাকশনের এক্স হ্যান্ডেল থেকে। সেই পোষ্টে লেখা হয়, “অপারেশন সিঁদুর-এর হিরোদের সম্মান। আমাদের সশস্ত্র বাহিনীকে আন্তরিক কৃতজ্ঞতা তাঁদের সাহস, সাহসিকতা এবং আমাদের জাতির নিরাপত্তার প্রতি অটল প্রতিশ্রুতির জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ তাঁর নেতৃত্ব এবং দৃঢ়তার জন্য। জয় হিন্দ”।
এই পোস্টের পর থেকে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজনদের মন্তব্য, সিনেমার ট্রেলার মুক্তি পেতে চলেছে, তাই এখন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে পোস্ট। একজন ব্যবহারকারী ওই পোস্টের কমেন্ট বক্সে কটাক্ষ করে লিখেছেন, “বড্ড তাড়াতাড়ি পোস্ট করে দিলেন না?”
অন্য একজন লিখেছেন, “একজন ভারতীয় হিসেবে আমির খান, শাহরুখ খান, সালমান খান, সইফ আলি খানদের বয়কট করা উচিত। এরা ভারতে অর্থ উপার্জন করে কিন্তু দেশের খারাপ সময়ে কতটা বুদ্ধিমান তা দেখাতে চায়”।
আর এক নেটিজন লিখেছেন, “দেখো কোনও সিনেমা আসবে হয়ত। এরা টাকার জন্য কথা বলে। কিন্তু এদের মনে তুরস্ক এবং পাকিস্তান রয়েছে”। আর একজনের কথায়, “সিনেমা মুক্তির তারিখ ১০-২০ বছর আগে বলে দিন। নাহলে ‘লাল সিং চড্ডা’র মতো মানুষের কটাক্ষের শিকার হবেন”।
উল্লেখ্য, আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত ‘তারে জমিন পর’ –এর সিক্যুয়েল। আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। আমির খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন