'৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে' - বেঙ্গালুরু যুবকের মৃত্যুতে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

People's Reporter: কঙ্গনা বলেন, ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে হলে সব কিছু ঠিক থাকে। বামপন্থা বা সমাজবাদ বা ভুয়ো নারীবাদের পোকা এর মধ্যে ঢুকে গেলেই এমন হয়। এসবের চরম নিন্দা করি।
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতছবি - সংগৃহীত
Published on

মিথ্যে অভিযোগ করে স্ত্রীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা, অভিযোগ প্রত্যাহারের জন্য বিশাল অঙ্কের টাকা দাবি - নানা মানসিক চাপ থেকে ২৪ পাতার সুই*সাইড নোট লিখে এবং ৯০ মিনিটের একটি ভিডিও করে আত্ম*হত্যা করেন ৩৪ বছর বয়সী অতুল সুভাষ। এমনই খবর প্রকাশ্যে এসেছে। এবার এই ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় কঙ্গনা জানান, ‘পুরো দেশের কাছে এই ঘটনা বড় ধাক্কা। ওঁর ভিডিয়ো সত্যিই হৃদয়বিদারক। ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে হলে সব কিছু ঠিক থাকে। বামপন্থা বা সমাজবাদ বা ভুয়ো নারীবাদের পোকা এর মধ্যে ঢুকে গেলেই এমন হয়। এসবের চরম নিন্দা করি। কোটি কোটি টাকা নেওয়া হচ্ছিল। যা ওই যুবকের ক্ষমতার বাইরে ছিল। চাপে পড়ে ওঁকে এই পদক্ষেপ করতে হল। যুবকদের সঙ্গে এই সব হওয়া উচিত নয়’।

তিনি আরও জানান, অভিযোগকারী বা নির্যাতিতা সঠিক বলছে কিনা তা খতিয়ে দেখা উচিত। এরপরেই কঙ্গনা বলেন, ‘একজন মহিলাকে দিয়ে অবশ্য সব ঘটনা গণ্য করা উচিত নয়। যে সব মহিলার সঙ্গে সত্যিই প্রতারণা করা হয়, তাঁদের ঘটনাগুলিকে আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। কারণ, ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে’।

কঙ্গনার এই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেট নাগরিকরা। কঙ্গনার দাবি তাঁরা মানতে নারাজ। এক নেট নাগরিকের কথায়, ‘এমন মানুষের থেকে প্রতিক্রিয়া নেওয়াই উচিত নয়। ইনি নিজেই এক জন শোষণকারী। ওঁর নিজেরই বলা ৯৯.৯৯ শতাংশ ঘটনা মিথ্যা’।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর ভোরে নিজের বাড়িতেই আত্ম*হত্যা করেন ৩৪ বছর বয়সী অতুল। তিনি বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন, পেশায় ইঞ্জিনিয়র। আত্ম*হত্যার আগে অতুল তাঁর স্ত্রী এবং স্ত্রীর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

আত্মহত্যার আগে ৯০ মিনিটের একটি ভিডিও করেন অতুল। পাশাপাশি, ২৪ পাতার একটি সুই*সাইড নোটও লেখেন তিনি। ভিডিও এবং সুই*সাইড নোটের তথ্য অনুযায়ী, আদালতে ডিভোর্সের মামলা চলাকালীন অতুলের স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া তাঁকে আত্ম*হত্যার প্ররোচনা দিয়েছিলেন।

অতুলের বিরুদ্ধে খু*নের চেষ্টা থেকে টাকা পয়সার জন্য হেনস্থা, গার্হস্থ্য হিংসা, পণ চাওয়ার মতো মোট ৯টি 'মিথ্যা' মামলা করা হয়। এমনকি অভিযোগ প্রত্যাহারের জন্য ৩ কোটি টাকা দাবি করেন তাঁর স্ত্রী বলে জানা গেছে৷ 

কঙ্গনা রানাউত
আইনের অপব্যবহার হচ্ছে, স্পষ্ট প্রমাণ ছাড়া স্বামীর বিরুদ্ধে মামলা নয় - নির্দেশ শীর্ষ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in