অস্কার কমিটিতে যোগ দিচ্ছেন ১১ ভারতীয়! তালিকায় শাবানা আজমি, রাজামৌলি ছাড়া আর কে কে রয়েছেন?

People's Reporter: একাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন, "আমরা একাডেমীতে এই বছরের নতুন সদস্যদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।"
এসএস রাজামৌলি এবং শাবানা আজমি
এসএস রাজামৌলি এবং শাবানা আজমি ছবি - সংগৃহীত
Published on

একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স বিশ্বজুড়ে মোট ৪৮৭ জনকে নতুন সদস্য হিসাবে স্বাগত জানিয়েছেন। ওই তালিকায় রয়েছেন শাবানা আজমি, এসএস রাজামৌলি, রিতেশ সিধওয়ানি এবং রবি বর্মার মতো তারকাদের নাম। মঙ্গলবার রাতে অ্যাকাডেমির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১১ জন ভারতীয় চলতি বছর অস্কারে সদস্য হিসাবে যোগ দেবেন।

একনজরে নতুন ভারতীয় সদস্যদের তালিকাঃ

অভিনেতা - শাবানা আজমি

সিনেমাটোগ্রাফার - রবি বর্মণ

পরিচালক - এস এস রাজামৌলি

রিমা দাস

আনন্দ কুমার টকার

কস্টিউম - রমা রাজামৌলি

শীতল শর্মা

তথ্যচিত্র - নিশা পাহুজা

হেমল ত্রিবেদী

প্রযোজক - রিতেশ সিধওয়ানি

মার্কেটিং - গীতেশ পাণ্ড্য

শাবানা আজমি ১৯৭৪ সালে ‘শ্যাম বেনেগালের অঙ্কুর’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। চলতি বছরে তাঁর সিনেমা জগতে ৫০ বছর পূর্ণ হয়েছে। এই আবহে অ্যাকাডেমি অফ মোশন পিকচারের সদস্য হলেন তিনি।

শাবানা আজমি ১৪০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে - ‘গডমাদার’, ‘আর্থ’, ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’, ‘ইন কাস্টডি’। তাঁর সাম্প্রতিকতম চলচ্চিত্র ‘রকি অর রানি কি প্রেম কাহানি’।

২০২৩ সালে এসএস রাজামৌলি পরিচালিত RRR সিনেমার ‘নাটু নাটু’ গান অস্কার জিতেছিল। তিনি এবার অস্কার কমিটির সদস্য হচ্ছেন।

রিমা দাস একজন স্বাধীন পরিচালক, যিনি একাধিকবার তাঁর কাজের জন্য প্রশংসিত হয়েছেন। তিনি চলতি বছর সদস্য হচ্ছেন। রিতেশ সিধওয়ানি একজন সুপরিচিত প্রযোজক যিনি গলি বয় এবং দিল চাহতা হ্যায়-এর মতো হিট ছবিতে কাজ করেছেন,

রবি বর্মনকে সিনেমাটোগ্রাফার শাখায় যোগ দিতে বলা হয়েছে। তার ফিল্মোগ্রাফির মধ্যে রয়েছে জাপান, পনিয়িন সেলভান: পার্ট টু, গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা, এবং আসন্ন সিনেমা ইন্ডিয়ান ২।

একাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন, "আমরা একাডেমীতে এই বছরের নতুন সদস্যদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।"

উল্লেখ্য, এ আর রহমান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, সূর্য, বিদ্যা বালান, আমির খান, সালমান খান, আলী ফজল, আদিত্য চোপড়া, গুনীত মঙ্গা, রীমা কাগতি, একতা কাপুর এবং শোভা কাপুর একাডেমির বর্তমান সদস্য।

এসএস রাজামৌলি এবং শাবানা আজমি
দিল্লির মহারাষ্ট্র সদনে মুখ্যমন্ত্রীর ঘরে থাকার ইচ্ছে প্রকাশ কঙ্গনার! কটাক্ষ সঞ্জয় রাউতের
এসএস রাজামৌলি এবং শাবানা আজমি
Alka Yagnik: ‘প্রার্থনা করুন’ – জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! হারিয়েছেন শ্রবণশক্তি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in