ভিডিও
Kerala: কেরালার ত্রিশুর লোকসভা কেন্দ্র জিততে বাইরে থেকে ভোটার এনেছিল BJP? দেখুন বিশেষ প্রতিবেদন
People's Reporter: সম্প্রতি বিজেপি কেরালার সহ সভাপতি বি গোপালকৃষ্ণান জানান, কেরালার ত্রিশুর কেন্দ্রে জয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটারদের আনা হয়েছিল।
সম্প্রতি বিজেপি কেরালার সহ সভাপতি বি গোপালকৃষ্ণান জানান, কেরালার ত্রিশুর (Thrissur) কেন্দ্রে জয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটারদের আনা হয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে কেন্দ্রে আমরা জয়ী হব বলে মনে করি সেখানে আমরা প্রয়োজনে জম্মু ও কাশ্মীর থেকেও লোক নিয়ে আসি। আমরা সেখানে তাঁদের একবছরের জন্য রাখি এবং নিশ্চিত করি যাতে তাঁরা সেখানকার ভোট প্রক্রিয়ার অংশ হতে পারেন। আমরা ভবিষ্যতে আবারও এটা করবো।”
সম্পূর্ণ ভিডিওটি দেখতে নীচের ইউটিউব লিঙ্কটি ক্লিক করুন -
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন