

ইতালির ভেনিসে বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর 'ভেনিস চলচ্চিত্র উৎসব'-এর ৮২তম সংস্করণে বাজিমাত করলেন বাংলার মেয়ে অনুপর্ণা রায়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি “Songs of Forgotten Trees”-এর জন্য ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার হাতে তুলেছেন বঙ্গকন্যা। এই প্রথম কোনও ভারতীয় পরিচালক ভেনিস উৎসবের এই বিভাগে সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে নীচের ইউটিউব লিঙ্কটি ক্লিক করুন -
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন