WB Election 21: বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? - প্রশ্ন মোর্চার

আব্দুল মান্নান কমিশনের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘এসব গটআপ খেলা বলেই আমার মনে হয়েছে।'
আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী
আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী ফাইল ছবি- সংগৃহীত
Published on

১৩ এপ্রিল, কলকাতা- সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা-২৪ ঘণ্টা কোনও প্রচার চালাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল। মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশন এই পদক্ষেপ করেছে বলে সূত্রের খবর। তৃণমূল সুপ্রিমো নিজে টুইট করে বিষয়টিকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসংবিধানিক’ বলেছেন। কমিশনের এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে তিনি আজ বেলা ১২টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন।

অন্যদিকে, কমিশনের এই নিষেধাজ্ঞা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। আবার বাম-কংগ্রেস মমতার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাকেও সমর্থনের পাশাপাশি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না কমিশন, সেই প্রশ্নও তুলেছে।

আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী
WB Election 21: “ ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল, বাহিনীকেই শোকজ করা উচিৎ” - রাহুল সিনহা

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘নির্বাচন কমিশন ওঁকে শোকজ করেছিল। তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই আমার মনে হয়। যে ভাবে উনি প্ররোচনা তৈরি করছিলেন, তাতে একদিনের জন্য প্রচার বন্ধ করা আমি বেঠিক বলে মনে করি না।’ তাঁর প্রশ্ন, ‘কিন্তু দিলীপ ঘোষের মুখ কী বন্ধ করা যাবে? সায়ন্তন বসু বা রাহুল সিন্‌হাদের বিরুদ্ধেও কি কোনও ব্যবস্থা নেওয়া যাবে?'

কংগ্রেস নেতা তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান আবার কমিশনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘এসব গটআপ খেলা বলেই আমার মনে হয়েছে।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in