কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে শুরু হয়ে গেল পঞ্চম দফার ভোটগ্রহণ। এই দফায় উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলে ৬ জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। কমিশন সূত্রের খবর, এই দফায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
জেলাভিত্তিক যে যে কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে আজ –
উত্তর ২৪ পরগনার ১৬ আসন হল – পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাত নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ ও উত্তর এবং হিঙ্গলগঞ্জ।
পূর্ব বর্ধমানের ৮ আসন – খন্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।
নদীয়ার ৮ আসন – শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা।
জলপাইগুড়ির ৭ আসন – ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।
দার্জিলিং-এর ৫ আসন – দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।
কালিম্পং এর ১টি আসন – কালিম্পং।
আজকের নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন সংযুক্ত মোর্চার অশোক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী গৌতম দেব, ব্রাত্য বসু, বিজেপির শমীক ভট্টাচার্য প্রমুখ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন