বর্ধমানের একটি বুথে ভোটারদের লাইন
বর্ধমানের একটি বুথে ভোটারদের লাইনছবি সংগৃহীত

WB Election 5th Phase LIVE: কড়া নিরাপত্তার মধ্যে রাজ‍্যে চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ

বিকেল সোয়া ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়লো ৭৩.৪২%

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ-এর তথ্য অনুসারে রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়লো ৭৩.৪২%। এর মধ্যে দার্জিলিং-এ ভোট পড়েছে ৬৮.৭৮%, জলপাইগুড়িতে ৭৬.৪৭%, কালিম্পং-এ ৬২.৭১%, নদীয়াতে ৮০.৩৮%, উত্তর ২৪ পরগনায় ৭৩.৯৭% এবং বর্ধমান পূর্বে ৭৪.৬৮%।

ভোটে অনিয়ম, প্রতিবাদে বাম প্রার্থী সপ্তর্ষি দেব

দেগঙ্গায় শূন্যে গুলি বাহিনীর, আতঙ্ক এলাকা জুড়ে

পঞ্চম দফা ভোটের দিনও রাজ্যে ফের গুলি চললো। এবার উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালালো দেগঙ্গা কেন্দ্রে। এর আগে চতুর্থ দফায় কোচবিহারের শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনায় ৪ জনের মৃত্যু হয়েছিলো। যদিও এদিনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার গুলি চালনার ঘটনা ঘটে দেগঙ্গার ২১৫ নম্বর বুথ সংলগ্ন অঞ্চলে। স্থানীয় কুড়ুলগাছার এই ভোটকেন্দ্র থেকে কিছু দূরে কিছু গ্রামবাসী বসে ছিলেন। সেখানেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে জানা যাচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, স্থানীয় মানুষের কোনো কথাই শুনতে চায়নি বাহিনী। এই ঘটনায় বাহিনীর লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। স্থানীয় মানুষের অভিযোগ কোনো প্ররোচনা ছাড়াই বাহিনী গুলি চালিয়েছে। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

বেলা ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪৫.৮১%

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ-এর তথ্য অনুসারে রাজ্যে বেলা ১টা পর্যন্ত ভোট পড়লো ৪৫.৮১%। এর মধ্যে দার্জিলিং-এ ভোট পড়েছে ৩৬.৬৬%, জলপাইগুড়িতে ৪১.৮১%, কালিম্পং-এ ৩৪.৬৯%, নদীয়াতে ৫২.৯৮%, উত্তর ২৪ পরগনায় ৪৮.৪১% এবং বর্ধমান পূর্বে ৪৩.৬২%।

রাজ্যে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ২১.২৬%

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ-এর তথ্য অনুসারে রাজ্যে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়লো ২১.২৬%। এর মধ্যে দার্জিলিং-এ ভোট পড়েছে ১৪.৮৮%, জলপাইগুড়িতে ১৮.৬২%, কালিম্পং-এ ১৪%, নদীয়াতে ১৯.১৫%, উত্তর ২৪ পরগনায় ২৫.৪৬% এবং বর্ধমান পূর্বে ২৪.৮৬%।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বিধাননগর

তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বিধাননগরের শান্তিনগর এলাকা। ইটবৃষ্টি-হাতাহাতিতে মহিলা সহ আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে। বুথের কাছে তৃণমূল অবৈধ জমায়েত করছে। বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি প্রার্থী সব‍্যসাচী দত্ত।

কামারহাটির একটি বুথে তৃণমূল মদন মিত্রের দেহ তল্লাশি, উত্তেজনা

ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। অভিযোগ তৃণমূল প্রার্থী মদন মিত্রের। এদিনই কামারহাটি কেন্দ্রের একটি বুথে মদন মিত্রকে তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র।

কামারহাটিতে অসুস্থ হয়ে বুথেই মৃত্যু বিজেপির পোলিং এজেন্টের

কামারহাটির আড়িয়াদহতে ১৬০ নম্বর বুথে অসুস্থ হয়ে বুথের মধ্যেই মৃত্যু হলো বিজেপির পোলিং এজেন্টের। বিজেপির অভিযোগ অসুস্থ হওয়া সত্ত্বেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তাদের এজেন্টকে। কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনয় রিপোর্ট তলব কছে কমিশন।

মদন মিত্রের বুথে খাদ‍্যসাথী - দুয়ারে সরকারের পোস্টার, বিধি লঙ্ঘনের অভিযোগ

কামারহাটির দক্ষিণেশ্বরে হীরালাল কলেজের ১৯১ নম্বর বুথে এখনও খাদ‍্যসাথির স্টীকার, দুয়ারে সরকারের পোস্টার লাগানো রয়েছে, ‌যা নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। এই বুথেরই ভোটার কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।

ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলার অভিযোগ CRPF-এর বিরুদ্ধে

পূর্ব বর্ধমানের দক্ষিণ বর্ধমান কেন্দ্রের ২১৩ নম্বর বুথে ভোটিং প্রসেসে হস্তক্ষেপ করার অভিযোগ উঠলো সিআরপিএফ-এর বিরুদ্ধে। ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলছে বলেও অভিযোগ ওঠে।

বিধাননগরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিধাননগরের নয়াপট্টি এলাকায় ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুললো তৃণমূল। বিধাননগরের বিজেপি প্রার্থী সব‍্যসাচী দত্তের পাল্টা অভিযোগ, ভোটারদের ঘর থেকে বেরোতে দিচ্ছে না তৃণমূল।

প্রথম বারের ভোটারদের জন্য ট‍্যুইটারে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

বিজেপি কর্মীদের ওপর লাঠি-রড নিয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল

ভোট শুরুর আগে কল‍্যাণীর বকুলতলায় বিজেপি কর্মীদের ওপর লাঠি-রড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বাইকে করে অস্ত্র হাতে এসেছিল তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি। আহত হয়েছেন বিজেপির বুথ সভাপতি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কুইক রেসপন্স টিম।

কল‍্যাণীতে তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ

কল‍্যাণীর সুকান্ত নগরে বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ভোটার কার্ড নিয়ে গয়েশপুর-কল‍্যাণী বাইপাস অবরোধ করেন তাঁরা। প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ থাকে। ওই বুথে কুইক রেসপন্স টিম পৌঁছেছে।

কড়া নিরাপত্তার মধ্যে রাজ‍্যে শুরু হল পঞ্চম দফার ভোটগ্রহণ

কড়া নিরাপত্তার মধ্যে রাজ‍্যে শুরু হয়ে গেল পঞ্চম দফার ভোটগ্রহণ। এই দফায় উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলে ৬ জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। কমিশন সূত্রের খবর, এই দফায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলাভিত্তিক যে যে কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে আজ –

উত্তর ২৪ পরগনার ১৬ আসন হল – পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাত নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ ও উত্তর এবং হিঙ্গলগঞ্জ।

পূর্ব বর্ধমানের ৮ আসন – খন্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।

নদীয়ার ৮ আসন – শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা।

জলপাইগুড়ির ৭ আসন – ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

দার্জিলিং-এর ৫ আসন – দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

কালিম্পং এর ১টি আসন – কালিম্পং।

আজকের নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন সংযুক্ত মোর্চার অশোক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী গৌতম দেব, ব্রাত্য বসু, বিজেপির শমীক ভট্টাচার্য প্রমুখ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in