LIVE BLOG: বিকেল ৫টা পর্যন্ত রাজ‍্যে ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ
ছবি প্রতীকী সংগৃহীত

LIVE BLOG: বিকেল ৫টা পর্যন্ত রাজ‍্যে ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ

চতুর্থ দফায় মোট ২,৩৭১টি অভিযোগ জমা পড়েছে

চতুর্থ দফার ভোটে মোট ২,৩৭১টি অভিযোগ জমা পড়েছে। ভোট শেষের পর রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব একথা জানিয়েছেন। শীতলকুচির ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

শেষ লগ্নে বলাগড়ে অশান্তি, লাঠিচার্জ পুলিশের, এলাকায় ব‍্যাপক বিক্ষোভ

বলাগড়ে ভোটের শেষ লগ্নে অশান্তি। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ক‍্যাম্প অফিস ভাঙার এবং লাঠিচার্জ করার অভিযোগ উঠলো। লাঠিচার্জে আহত বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া ইয়েচুরির

বিকেল ৫টা পর্যন্ত রাজ‍্যে ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ

বিকেল ৫টা পর্যন্ত রাজ‍্যে সার্বিকভাবে ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ।

আলিপুরদুয়ারে ভোটদানের হার - ৭৩.৬৫ শতাংশ

কোচবিহারে ভোটদানের হার - ৭৯.৭৩ শতাংশ

হুগলিতে ভোটদানের হার - ৭৬.০২ শতাংশ

হাওড়াতে ভোটদানের হার - ৭৫.০৩ শতাংশ

দক্ষিণ ২৪ পরগণাতে ভোটদানের হার - ৭৫.৪৯ শতাংশ

বিকেল সোয়া ৪ টে পর্যন্ত ভোটদানের হার ৬৬.৭৬%

বিকেল সোয়া চারটে পর্যন্ত অলিপুরদুয়ারে ভোট পড়েছে ৬৮.৫১%, কোচবিহারে ৭০.২১%, হুগলীতে ৬৭.৪২%, হাওড়াতে ৬৫.২৩%, দক্ষিণ ২৪ পরগনায় ৬৪.০৭%

শীতলকুচির একটি বুথে ভোটগ্রহণ স্থগিত

গুলি চালনার জেরে শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত রাখলো নির্বাচন কমিশন। এদিন বিকেল ৫ টার মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।

দুপুর দেড়টা পর্যন্ত ভোটদানের হার ৫২.৮৯%

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৮৯%।

আজ যে যে জেলায় ভোট হচ্ছে তার মধ্যে আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫৬.৯৬%, কোচবিহারে ৫৬.৮৭%, হুগলীতে ৫৪.১৯%, হাওড়াতে ৫১.৩৯% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪৮.৩২%।

'আত্মরক্ষার্থে গুলি', শীতলকুচির ঘটনায় জানালো কেন্দ্রীয় বাহিনী

বুথের বাইরে তৃণমূল-বিজেপি উভয় দলের সংঘর্ষ বাধে। থামাতে গিয়ে আহত হয় কেন্দ্রীয় বাহিনী। তাই আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির ঘটনায় বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে পাঠানো রিপোর্টে একথা জানিয়েছে বাহিনী।

চুঁচুড়ায় লকেটের গাড়িতে হামলা, ব‍্যাপক উত্তেজনা এলাকায়, প্রচুর পুলিশ মোতায়েন

চুঁচুড়ার বিশালপাড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় হাতে আঘাত পেয়েছেন প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভাঙড়ে ISF প্রার্থী নওসাদ সিদ্দিকিকে হেনস্থার অভিযোগ

ভাঙড়ে ISF প্রার্থী নওসাদ সিদ্দিকিকে হেনস্থার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থীর আরো অভিযোগ, ভাঙড়ের সাঁইহাটিতে ভোটারদের প্রভাবিত করা এবং ISF কর্মীদের ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ৪

চতুর্থ দফার ভোটের বলি একাধিক প্রাণ। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর চালানো গুলিতে মৃত্যু হলো ৪ জনের। কোচবিহারের শীতলকুচির ঘটনা।

শাসকদলের অভিযোগ, শীতকুচির জোড় পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তৃণমূলের দাবি, মৃতেরা তাদের সমর্থক।

ব‍্যাপক বোমাবাজি হাওড়া উত্তরে

হাওড়া উত্তরের ডবসন রোড, ওয়াটকিনস রোড, শৈল মুখার্জি রোড সহ একাধিক জায়গায় য়দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

কোচবিহারের ভেটাগুড়িতে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূলের। তাদের আরো অভিযোগ, প্রিজাইডিং অফিসারের সামনেই তৃণমূল এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়া হয়। এজেন্টের ভাইপোকেও অপহরণ করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি গিয়ে বুথে এজেন্ট বসান। এই ঘটনায় প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে পারে কমিশন।

সকাল ৯টা পর্যন্ত রাজ‍্যে ভোট পড়েছে ১৫.৮৫ শতাংশ

সকাল ৯টা পর্যন্ত রাজ‍্যে সার্বিকভাবে ভোট পড়েছে ১৫.৮৫ শতাংশ।

আলিপুরদুয়ারে ভোটদানের হার - ১৭.৯৭ শতাংশ

কোচবিহারে ভোটদানের হার - ১৫.৮৫

হুগলিতে ভোটদানের হার - ১৭.০৪

হাওড়াতে ভোটদানের হার - ১৭.৮৪

দক্ষিণ ২৪ পরগণাতে ভোটদানের হার - ১৩.২৬ শতাংশ

যাদবপুরে সিপিআইএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ

যাদবপুরের গাঙ্গুলিবাগানের রায়পুরের একটি বুথে সিপিআইএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বুথ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ভুয়ো ভোটারকে চিহ্নিত করার পরই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সিপিআইএম এজেন্টের। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

হুগলির সপ্তগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থীর

গতকাল রাত থেকে ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপিতে ভোট দিতে বলছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন হুগলির সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত।

বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের দিন ভোটারদের বাড়ি গিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলেন বেহালাের বিজেপি প্রার্থী পায়েল সরকার। এদিন বেহালা পূর্বের রামজীবনপুরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই খবর পাওয়া মাত্রই দলীয় কর্মীদের বাড়ি যান পায়েল সরকার। এর ফলে তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে কমিশন।

শীতলকুচিতে বুথের বাইরে চললো গুলি, মৃত ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ১ যুবক

শীতলকুচিতে বুথের বাইরে চললো গুলি। যার জেরে মৃত্যু হলো ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ১ যুবকের। জানা গেছে যুবকের বয়স ১৮ বছর। এই বছরই প্রথম ভোট দিতে গিয়েছিলেন তিনি। যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে তরজা। তৃণমূল ও বিজেপি উভয়েই দাবি করেছে মৃত যুবকের তাদের সমর্থক। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন

ভোটের আগে অপসারিত ভাঙড় থানার আইসি

ভোটের আগে ভাঙড় থানার আইসি শ‍্যামাপ্রসাদ সাহাকে সরালো নির্বাচন কমিশন‌। ভাঙড়ের নতুন আইসি হলেন তীর্থেন্দু গাঙ্গুলি।

শীতলকুচিতে দফায় দফায় উত্তেজনা, চললো গুলি

শীতলকুচির পাগলাপীরে বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুললো তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছে তারা। বুথের বাইরে বেআইনি জমায়েত সরাতে লাঠিচার্জ করেছে পুলিশ। অপরদিকে একাধিক বুথে তাদের এজেন্টকে বসতে দিচ্ছে না বলে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললো বিজেপি।

টাকা বিলির অভিযোগ কসবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-র বিরুদ্ধে ভোটারদের টাকা বিলির অভিযোগ তুললো শাসকদল‌। তাদের অভিযোগ, ভোটের দিনও বস্তী এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী এবং প্রচারের মাঝেই ১০০০ টাকা করে মানুষের হাতে গুঁজে দিচ্ছেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা।

আজ রাজ্যে চতুর্থ দফার ভোট

আজ ১০ এপ্রিল, শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির দু’একটি অংশে এবং সেই সঙ্গে সমগ্র আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মোট ৪৪টি আসনে হবে এই ভোট।

চতুর্থ দফায় এই ভোট কেন্দ্রগুলি হল দক্ষিণ ২৪ পরগনার - সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।

হুগলীর উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।

হাওড়ার - বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুর।

কোচবিহারের মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।

আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in