

নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে বিতর্কে জড়ালেন পুরুলিয়ার বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। একটি ভিডিওকে হাতিয়ার করে বিজেপির অভিযোগ, ভোটারদের হাতে টাকা দিচ্ছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী শান্তিরাম মাহাতো। ইতিমধ্যেই এই ভিডিও নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
সম্প্রতি ৩৯ সেকেন্ডের একটি নেটমাধ্যমে ঘোরাঘুরি করছে। যেখানে দেখা যাচ্ছে সাদা কুর্তা-পাজামা-ফুলের মালা পরে দলীয় কর্মীদের নিয়ে একটি পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন শান্তিরাম মাহাতো। আশেপাশের লোকজনের সাথে কথা বলছেন তিনি। ভিডিওতে দেখা গেছে, কথা বলতে বলতেই পকেট থেকে কিছু একটা বের করে একজনের হাতে কিছু একটা গুঁজে দিচ্ছেন তিনি। কী গুঁজে দিচ্ছেন তা পরিষ্কারভাবে বোঝা না গেলেও টাকা গুঁজে দেওয়ার সাথে এই দৃশ্যের মিল রয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস্ রিপোর্টার।
রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। যে ৩০টি কেন্দ্রে আগামীকাল নির্বাচন হবে তার মধ্যে রয়েছে বলরামপুর কেন্দ্রটিও। নির্বাচনের কয়েক ঘন্টা আগে এরকম একটি ভিডিও প্রকাশ পাওয়ায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে শাসকদল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন