

মঙ্গলবার ভোট প্রচারের শেষদিনে হামলার জেরে নিরাপত্তা বাড়ানো হল আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দার। তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। আজ থেকে তা কার্যকর হবে। শুধু তাই নয়, এছাড়াও থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। পাশাপাশি ২০ জন সিআরপিএফ জওয়ান ঘিরে থাকবেন তাঁকে।
মঙ্গলবার ময়নায় অশোক দিন্দার গাড়িতে হামলা হয়। গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়লে আঘাত পান তিনি। তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁর নিরাপত্তা বাড়ানো হল।
আগামীকাল পূর্ব মেদিনীপুরে দ্বিতীয় দফার নির্বাচন। মঙ্গলবার শেষবেলার ভোট প্রচারে বেরিয়েছিলেন অশোক দিন্দা ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রোড শোয়ের শেষেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে, একই সময় প্রচার শুরু করেন ময়নার তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দোলুই। তাঁর সমর্থনে হাজির ছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। অভিযোগ, তখনই তৃণমূল সমর্থকরা প্রাক্তন ক্রিকেটারের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে। ইট লাগে দিন্দার পিঠে।
সংবাদমাধ্যমকে তিনি জানান, এমন ঘটনায় আতঙ্কিত তিনি। ইট পিঠে লাগলে নিজেকে বাঁচাতে গাড়ির সিটের নীচে লুকিয়ে পড়েন। কোনওমতে সেখান থেকে বেরোয় তাঁদের গাড়ি। গাড়ির পিছনের কাঁচ ভেঙে গিয়েছে। গুরুতর আহত হন আরও এক বিজেপি কর্মী। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন