

ভোট শুরুর আগেই উত্তেজনা শালবনিতে। সেখানের একাধিক বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সুশান্ত ঘোষের অভিযোগ, গড়বেতা ৩ নম্বর ব্লকের কমপক্ষে ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই নিয়ে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সাথে বচসাতেও জড়িয়ে পড়েন বাম প্রার্থী।
সুশান্ত ঘোষ জানান, এলাকার এজেন্টদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বুথের বাইরে বের করে দিচ্ছে তৃণমূল। এভাবে ক্ষমতায় থাকা যায় না, সেটা এবারের ভোটের পরই বুঝতে পারবে তৃণমূল।
প্রায় আট বছর পর নিজের জেলায় ফিরে শালবনি কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সিপিআইএমের এই দাপুটে নেতা। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন