শালবনিতে বাম প্রার্থীর এজেন্টদের হুমকি দিয়ে বুথের বাইরে বের করে দিচ্ছে তৃণমূল, অভিযোগ সুশান্ত ঘোষের

সুশান্ত ঘোষ জানান, এলাকার এজেন্টদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বুথের বাইরে বের করে দিচ্ছে তৃণমূল। এভাবে ক্ষমতায় থাকা যায় না, সেটা এবারের ভোটের পরই বুঝতে পারবে তৃণমূল।
বুথের মধ্যে সুশান্ত ঘোষ
বুথের মধ্যে সুশান্ত ঘোষছবি সংগৃহীত

ভোট শুরুর আগেই উত্তেজনা শালবনিতে। সেখানের একাধিক বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সুশান্ত ঘোষের অভিযোগ, গড়বেতা ৩ নম্বর ব্লকের কমপক্ষে ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই নিয়ে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সাথে বচসাতেও জড়িয়ে পড়েন বাম প্রার্থী।

সুশান্ত ঘোষ জানান, এলাকার এজেন্টদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বুথের বাইরে বের করে দিচ্ছে তৃণমূল। এভাবে ক্ষমতায় থাকা যায় না, সেটা এবারের ভোটের পরই বুঝতে পারবে তৃণমূল।

প্রায় আট বছর পর নিজের জেলায় ফিরে শালবনি কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সিপিআইএমের এই দাপুটে নেতা। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in