WB Election 21: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে

সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়নিজস্ব চিত্র
Published on

২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হল শুক্রবার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান তিনি নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন। ২৯১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। দার্জিলিং, কারশিয়াং, কালিম্পং আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রাসবিহারীতে দাড়াচ্ছেন দেবাশিষ কুমার। মনোজ তিওয়ারী শিবপুরে। সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বর। ঝাড়গ্রাম বীরবাহা হাঁসদা। অদিতি মুন্সি রাজারহাটে। বেহালা পূর্বে রত্না চ্যাটার্জি। সায়নী ঘোষ আসানসোল দক্ষিণ। মেদিনীপুর সদর কেন্দ্রে জুন মালিয়া।

৯ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ানোয় এবার ভবানীপুর থেকে দাঁড়াবেন শোভনদেব চট্টোপাধ্যায়।

রাজ চক্রবর্তী প্রার্থী হচ্ছেন ব্যারাকপুর থেকে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বাঁকুড়া থেকে। সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চন্ডীপুর থেকে। কৌশানী মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক। সিঙ্গুরে বেচারাম মান্না। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম। জোড়াসাঁকোয় বিবেক গুপ্ত। কামারহাটিতে মদন মিত্র। চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তরে। আলিপুরদুয়ার থেকে সৌরভ চক্রবর্তী। দমদমে ব্রাত্য বসু, বিদেশ বসু উলুবেড়িয়া পূর্ব। যাদবপুর মলয় মজুমদার। ফারাক্কা মণিরুল ইসলাম। ইদ্রিশ আলি মুর্শিদাবাদ। পানিহাটি নির্মল ঘোষ। বেলগাছিয়া অতীন ঘোষ।

এবার প্রার্থী হচ্ছেন না অমিত মিত্র, পূর্ণেন্দু বসু। প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার, মণীশ গুপ্ত। তাঁদের পরবর্তী সময়ে বিধান পরিষদে স্থান দেওয়া হবে। প্রার্থী তালিকায় আছেন ৫০ মহিলা প্রার্থী এবং ৪২ মুসলিম প্রার্থী। তফশিলি প্রার্থী ৭৯ জন।

এক নজরে দেখে নিন তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in