

আগামীকাল ২৯ এপ্রিল রাজ্যে শেষ তথা অষ্টম দফার ভোট। বৃহস্পতিবার ভোট নেওয়া হবে মোট ৩৫ কেন্দ্রে। আগামীকাল ভোট দেবেন ৮৪,৭৭,৭২৮ জন ভোটদাতা। যার মধ্যে পুরুষ ভোটার ৪৩,৫৫,৮৩৫ এবং মহিলা ভোটার ৪১,২১,৭৩৫। তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৫৮ জন। ৩৫ কেন্দ্রে প্রার্থী আছেন মোট ২৮৩ জন। ১১,৮৬০টি ভোট কেন্দ্রে আগামীকাল ভোটগ্রহণ হবে।
আগামীকাল যে যে জেলায় ভোট হবে তার মধ্যে আছে মালদার ৬ কেন্দ্র। মুর্শিদাবাদ এবং বীরভূমের ১১ টি করে কেন্দ্র এবং কলকাতার ৭টি কেন্দ্র। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যে সাড়ে ৬টায়।
আগামীকাল যে ৩৫ কেন্দ্রে ভোট হবে তার মধ্যে কলকাতায় – জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা, শ্যামপুকুর, কাশিপুর-বেলগাছিয়া, চৌরঙ্গী ও এন্টালী।
মালদার – মানিকচক, ইংলিশবাজার, মালদা, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর কেন্দ্র।
মুর্শিদাবাদের – খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী কেন্দ্র।
বীরভূমের – দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই কেন্দ্র।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন