WB Election 21: "২৪/৭ দলের জন্য কাজ করা মানুষরা সব সময় “অনুপযুক্ত” হয়" - এবার ক্ষোভ ফিরহাদ জামাতার

মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও ইয়াসের হায়দার
মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও ইয়াসের হায়দারফাইল ছবি সংগৃহীত

শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মনোনয়ন না পাওয়ায় বিভিন্ন জেলায় বিক্ষোভ চলছে। একদা সুপ্রিমো ঘনিষ্ঠ একাধিকজন যেমন সংবাদমাধ্যমের সামনেই চোখের জল আটকে রাখতে পারেননি তেমনই অনেকেই প্রতিবাদ জানানোর জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। সেই তালিকায় আছেন আরাবুল ইসলাম, দীপেন্দু বিশ্বাসের মতো ব্যক্তিরাও। এবার মনোনয়ন না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন একনিষ্ঠ তৃণমূল কর্মী ইয়াসের হায়দার। যার আরেক পরিচয় তিনি কলকাতার মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিমের জামাই।

গতকাল গভীর রাতে ফেসবুক প্রোফাইলে নিজের ক্ষোভ জানান ইয়াসের। ইংরেজিতে লেখা ওই পোষ্টে তিনি যা বলেছিলেন সেই একই কথা এদিন সকালে তিনি ফের বাঙলায় লেখেন। তাঁর বয়ান অনুসারে – “একজন জ্ঞানী ব্যক্তি আমাকে কয়েক বছর আগে বলেছিলেন যে আপনি যদি “সেলিব্রিটি” বা “বিখ্যাত” ব্যক্তিত্ব হন তাহলে খুব সহজেই টিকিট পান। আমি যদি তার পরামর্শ গুরুত্বের সাথে নিতাম তথাকথিত পাটির জন্য ৩৬৫ দিন ২৪/৭ দলের জন্য কাজ করা মানুষরা সব সময় “অনুপযুক্ত” হয় “কঠিন বাস্তবতা”।”

এছাড়াও গতকাল তিনি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূলের ঘোষিত প্রার্থী বিদেশ বসু’র ছবি সহ পোষ্ট করেন – “উলুবেড়িয়া পূর্বে বিধায়ক প্রার্থী সাধারণ নাগরিকদের কোন মুখ পছন্দ। এক কথায় উত্তর দেবেন তথা মন্তব্য করবেন ১. ইয়াসীর হায়দার - সাধারণ মানুষের পদপ্রার্থী ২. বিদেশ বসু - সাধারণ মানুষের পদপ্রার্থী।”

শনিবার সকালে তাঁর ফেসবুক ওয়ালে তিনি আরও একটি পোস্ট করেন। যেখানে বলা আছে - “উলুবেড়িয়া পূর্ব সংখ্যালঘু সম্প্রদায় এর ভোটার শতাংশে সংখ্যায় বেশি জনতার দাবি ছিলো যুবনেতা ইয়াসীর হায়দার কিন্তু তা হলোনা খুবই বেদনা পেলাম।”

যদিও একের পর এক নিজের ক্ষোভ প্রকাশ করে গেলেও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের ঘরের মানুষের এ হেন পোস্টে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in