WB Election 21: মগরাহাট পশ্চিমে ISF প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ

মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের এক বুথে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠলো রাজ‍্য পুলিশের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই আঙুল উঁচিয়ে প্রার্থীকে হুমকি দিয়েছে পুলিশ বলে অভিযোগ
মগরাহাট পশ্চিম কেন্দ্রের ISF প্রার্থী মইদুল ইসলাম
মগরাহাট পশ্চিম কেন্দ্রের ISF প্রার্থী মইদুল ইসলামছবি সংগৃহীত

মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের একটি বুথে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠলো রাজ‍্য পুলিশের বিরুদ্ধে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সামনেই আঙুল উঁচিয়ে প্রার্থীকে হুমকি দিয়েছে পুলিশ বলে অভিযোগ। প্রতিবাদে বুথের বাইরেই অবস্থান প্রার্থীর।

সকালে খবর পাওয়া যায় মগরাহাট পশ্চিম বিধানসভার নেতরা হাই মাদ্রাসায় আইএসএফ প্রার্থীর এজেন্টকে বুথে বসতে বাধা দিচ্ছে তৃণমূল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রার্থী মইদুল ইসলাম। নিজে গিয়ে এজেন্টকে বসিয়ে আসেন তিনি। এরপর লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলেন। এতেই তৃণমূলের এজেন্ট তথা পঞ্চায়েত প্রধান ওদুদ গাজির সাথে বচসা বাঁধে তাঁর। প্রার্থীর অভিযোগ, সেইসময় কেন্দ্রীয় বাহিনীর সামনেই আঙুল উঁচিয়ে তাঁকে হুমকি দেয় রাজ‍্য পুলিশ।

এর প্রতিবাদে বুথের বাইরেই অবস্থান করেন তিনি‌। কিছুক্ষণ পরে অবস্থান তুলে নেন তিনি। এরপর ফের ওই বুথে আইএসএফ প্রার্থী ফিরে এলে তখন সেখানে উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা গিয়াসুদ্দিন মোল্লা। তাঁর সাথেও বচসা বাঁধে আইএসএফ প্রার্থীর।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in