WB Election 21: প্রার্থী হতে নারাজ হাওড়া দক্ষিণের ঘোষিত বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত

প্রার্থী তালিকা প্রকাশের পর বেঁকে বসলেন হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। স্পষ্ট জানিয়ে দিলেন, প্রার্থী হতে চাননা তিনি।
রন্তিদেব সেনগুপ্ত
রন্তিদেব সেনগুপ্তফাইল ছবি, ইউটিউবের সৌজন্যে

তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় এক ঝাঁক বর্তমান সাংসদের নামের পাশাপাশি রয়েছে একাধিক তারকা নামও। এককথায় যা চমকপ্রদ। কিন্তু চমকের এখানেই শেষ নয়। প্রার্থী তালিকা প্রকাশের পর বেঁকে বসলেন হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। স্পষ্ট জানিয়ে দিলেন, প্রার্থী হতে চাননা তিনি।

দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের সাথে যুক্ত রয়েছেন প্রাক্তন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। উনিশের লোকসভা নির্বাচনে হাওড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি, যদিও তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। জয় নিয়ে আত্মবিশ্বাসী থাকা রন্তিদেব পরাজিত হওয়ার পর রাজনৈতিক মহলের পাশাপাশি অন্যান্য মহলেও সমালোচিত হয়েছিলেন।

বিধানসভা নির্বাচনে ফের প্রার্থী করায় ঘরপোড়া গোরু রন্তিদেববাবু জানান, "হাওড়া কেন, রাজ‍্যের কোনো কেন্দ্রেই প্রার্থী হতে চাইনা আমি। আগে যদি জানতাম তাহলে আমি নিজেই দলীয় নেতৃত্বকে বারণ করতাম।" তাঁর কথায়, আপাতত মন দিয়ে দলের হয়ে প্রচার করতে চান তিনি।

অন্যদিকে কালচিনি ও আলিপুরদুয়ার কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষুব্ধ আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। আলিপুরদুয়ারের প্রার্থী অশোক লাহিড়ীকে চেনেন না বলে দাবি তাঁর।

আজ দুপুরেই তৃতীয় ও চতুর্থ দফার ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিকের মতো বর্তমান সাংসদের নাম। এছাড়াও প্রার্থী হচ্ছেন টলিউডের পরিচিত মুখ যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, অঞ্জনা বসুরা। যা দেখে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন এতদিনেও কী প্রতিটা কেন্দ্রে প্রার্থী‌ করার মতো সম্ভাবনাময় কোনো মুখ খুঁজে পায়নি বিজেপি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in