WB Election 21: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী

জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী
জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদীছবি বিজেপি ফেসবুকের সৌজন্যে

কদিন আগেই তিনি সংসদের অধিবেশন চলাকালীন ইস্তফা দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। এরপর থেকেই তাঁকে নিয়ে গুঞ্জন চলছিলো। এবার সেই গুঞ্জনকে বাস্তবে পরিণত করে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, একাধিকবারের সাংসদ দীনেশ ত্রিবেদী। শনিবার বিজেপির সদর দফতরে গিয়ে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।

এদিন বিজেপিতে যোগ দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন – মানুষের সেবা করতেই তাঁর বিজেপিতে আসা। এবার রাজ্যে আসল পরিবর্তন আসবে। তাঁর বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেন – উনি একজন ভালো মানুষ এতদিন একটা খারাপ দলে ছিলেন। এতদিনে উনি সঠিক দলে যোগ দিয়েছেন।

জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী
নারদ কান্ডের পর ওঁদের দল থেকে বের করে দিতে বলেছিলাম, আমাকেই সরিয়ে দেওয়া হয় - দীনেশ ত্রিবেদী

গত ১২ ফেব্রুয়ারি রাজ‍্যসভার সাংসদ পদ ছাড়ার পাশাপাশি তৃণমূল ছাড়েন দীনেশ ত্রিবেদী। রাজ‍্যসভাতে বক্তব্য রাখতে একথা ঘোষণা করেন তিনি। তৃণমূল ছাড়লেও পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। এতেই জল্পনা উঠেছিলো তাহলে দীনেশ ত্রিবেদীও কী বিজেপিতে যোগ দিতে চলেছেন?

রাজ‍্যসভায় সাংসদ পদ থেকে নিজের ইস্তফা দেওয়ার সময় দীনেশ ত্রিবেদী বলেন, "আমার রাজ‍্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা ঘটছে। অথচ আমরা কিছু বলতে পারছি না। আমি রবীন্দ্রনাথ, নেতাজির ভূমি থেকে আসা মানুষ। তাই আমি এটা আর দেখতে পারছি না। আমি একটা দলে আছি, দলের শৃঙ্খলা মেনে চলতে হয় আমাকে। কিন্তু আমার দমবন্ধ হয়ে আসছে। এর চেয়ে ইস্তফা দেওয়া ভালো।"

এরপরই তিনি বলেন, "আমি তৃণমূল ছাড়ছি। তবে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কাজ করতে চাই।" তাঁর আরও ব‍্যাখ‍্যা, "আমি আমার অন্তরের ডাক শুনেছি। সকলকেই কখনও না কখনো অন্তরাত্মার ডাক শুনতে হয়।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in