

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারালেন আরও এক প্রার্থী। শুক্রবার মৃত্যু হল জঙ্গীপুর কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। কদিন আগেই তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন।
আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় জঙ্গীপুরে কেন্দ্রে ভোটগ্রহণ হবার কথা ছিলো। তার আগেই প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে গেল এই কেন্দ্রের নির্বাচন। এর আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর রেজাউল হকের মৃত্যু হয় করোনা সংক্রমণে। স্থগিত হয়েছে ওই কেন্দ্রের ভোটও।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন