WB Election 21: রাজ্যের ভোটে কোনো দায়িত্বে থাকবে না সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ

WB Election 21: রাজ্যের ভোটে কোনো দায়িত্বে থাকবে না সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ
ছবি প্রতীকী
Published on

এবারে বিধানসভা নির্বাচনে কোন দায়িত্বে থাকবে না গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং স্টুডেন্ট পুলিশ। এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, যে এলাকাগুলিতে ভোট ও ভোটের কেন্দ্র পড়বে, সেখানে তিনদিন আগে ও ভোট শেষের একদিন পর পর্যন্ত গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার, স্টুডেন্ট পুলিশ দায়িত্ব পালন করবে না। এর আগেই গত ২২ জানুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের ভোটে কোনো সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ ব্যবহার করা যাবেনা।

এদিকে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক রাখতে এখন থেকেই এলাকা, রাস্তা, অলিগলিতে টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

ভোটের দায়িত্বে যাতে সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ না থাকে, সেই দাবি জানিয়ে আগেই কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। এই ব্যাপারে বিরোধী পক্ষের মতকেই সমর্থন করার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তারপরই এই নির্দেশিকা জারি করল কমিশন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in