WB Election 21: তৃণমূলকে ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি চোপড়ার বিধায়কের বিরুদ্ধে

এদিন চোপড়া বিধানসভা কেন্দ্রের গলাগছ আলোরানি ময়দানে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিধায়ক হামিদুল রহমান উন্নয়নের পক্ষে ভোট দেবার আবেদনের পাশাপাশি ভোটারদের হুমকি দেন বলে অভিযোগ।
চোপড়ার বিদায়ী বিধায়ক হামিদুল ইসলাম
চোপড়ার বিদায়ী বিধায়ক হামিদুল ইসলামনিজস্ব চিত্র

বিধানসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে ভোটের পর সেই সমস্ত ভোটারদের দেখে নেওয়ার হুমকি দিলেন চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক হামিদুল রহমান। প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়ায় জোর বিতর্কের সৃষ্টি হয়েছে।

এদিন চোপড়া বিধানসভা কেন্দ্রের গলাগছ আলোরানি ময়দানে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিদায়ী বিধায়ক হামিদুল রহমান উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন করার পাশাপাশি ভোটারদের হুমকি দিয়ে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। ওই জনসভার ভিডিওতে হামিদুল রহমানকে বলতে শোনা যায় - মমতা বন্দোপাধ্যায় দলমত নির্বিশেষে উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যারা লবণ খান তারা বেইমানি করেন না। আর যারা বেইমানি করেন ভোটের পরে তাদের সঙ্গে দেখা হবে এবং খেলা হবে।

তবে প্রকাশ্যে ভোটারদের এভাবে হুমকি দেওয়াতে তিনি একটুও অনুতপ্ত নন। বক্তব্য শেষে জনসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন করলে হামিদুল রহমান বলেন, তার দেওয়া বক্তব্য ভালো মানুষ ভালোভাবে নেবেন, আর খারাপ মানুষ খারাপভাবে নেবেন। ভোটের পরে তো দেখা হবেই। এত উন্নয়নের পরেও যদি কেউ বেইমানি করে তবে তাদের জন্য খেলা হবে।

হামিদুলের এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বিজেপি। উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, হামিদুল রহমান বর্তমানে কেয়ারটেকার বিধায়ক। তিনি বিধায়ক থাকাকালীন ওই এলাকায় যে ভাবে খুন সন্ত্রাসের রাজত্ব করেছেন বিরোধীদের হুমকি দিয়েছেন এখনও তাই করছেন। কিন্তু এখন তিনি কেয়ারটেকার সরকারের বিধায়ক। বর্তমানে নির্বাচন কমিশনের আওতায় রয়েছে গোটা রাজ্য। শান্তিপূর্ণ ভোট করার জন্য ওই বিধায়কের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অভিযোগ করে তাঁর গ্রেপ্তারির দাবি জানানো হবে বলেও তিনি জানান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in