দেগঙ্গায় বাহিনীর গুলি
দেগঙ্গায় বাহিনীর গুলিছবি সংগৃহীত

WB Election 21: দেগঙ্গায় শূন্যে গুলি বাহিনীর, আতঙ্ক এলাকা জুড়ে

Published on

পঞ্চম দফা ভোটের দিনও রাজ্যে ফের গুলি চললো। এবার উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালালো দেগঙ্গা কেন্দ্রে। এর আগে চতুর্থ দফায় কোচবিহারের শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনায় ৪ জনের মৃত্যু হয়েছিলো। যদিও এদিনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

দেগঙ্গায় বাহিনীর গুলি
শীতলখুচি নিয়ে প্ররোচনামূলক প্রচার হচ্ছে - বিমান বসু, কমিশন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে - আবদুল মান্নান

শনিবার গুলি চালনার ঘটনা ঘটে দেগঙ্গার ২১৫ নম্বর বুথ সংলগ্ন অঞ্চলে। স্থানীয় কুড়ুলগাছার এই ভোটকেন্দ্র থেকে কিছু দূরে কিছু গ্রামবাসী বসে ছিলেন। সেখানেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে জানা যাচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, স্থানীয় মানুষের কোনো কথাই শুনতে চায়নি বাহিনী। এই ঘটনায় বাহিনীর লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। স্থানীয় মানুষের অভিযোগ কোনো প্ররোচনা ছাড়াই বাহিনী গুলি চালিয়েছে। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in