WB Election 21: ১৬ আসনে প্রার্থী বদল, কংগ্রেসের চতুর্থ দফার তালিকা চমকহীন

চতুর্থ দফায় ৩৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে জিতেছিল, এরকম প্রায় ১৬টি আসনের প্রার্থী বদল করা হয়েছে। তৃতীয় দফায় বিদায়ী বিধায়কদের সংখ্যা বেশি ছিল।
WB Election 21: ১৬ আসনে প্রার্থী বদল, কংগ্রেসের চতুর্থ দফার তালিকা চমকহীন
ছবি প্রতীকী সংগৃহীত

চতুর্থ দফায় ৩৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে জিতেছিল, এরকম প্রায় ১৬টি আসনের প্রার্থী বদল করা হয়েছে। তৃতীয় দফায় বিদায়ী বিধায়কদের সংখ্যা বেশি ছিল। তাই রাজনৈতিক মহলের ধারণা ছিল, এবারও হয়তো সেটাই হবে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল বদল হয়েছে ১৬টি আসনে। এখনও পর্যন্ত ৮৯টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। আরও তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি।

কে কোথায় প্রার্থী হলেন?

নাগরাকাটা - সুখবীর সুব্বা, কালিম্পং - দিলীপ প্রধান, ইসলামপুর - সাদিকুল ইসলাম, গোয়ালপোখর - মাসুদ নাসিম আহসান, কালিয়াগঞ্জ - প্রভাস সরকার, কুমারগঞ্জ - নার্গিস বানু চৌধুরী, রতুয়া - নাজিমা খাতুন, মোথাবাড়ি - মহম্মদ দুলাল শেখ, বৈষ্ণবনগর - আজিজুল হক, সামসেরগঞ্জ - মহম্মদ রেজাউল হক (মন্টু)।

রঘুনাথগঞ্জ - আবদুল কাশেম বিশ্বাস, সাগরদিঘি - শেখ হাসানুজাম্মান, মুর্শিদাবাদ - নিয়াজুদ্দিন শেখ, খড়গ্রাম - বিপদতরণ বাগদি, রেজিনগর - কাফিরুদ্দিন শেখ, হরিহরপাড়া - মির আলমগির (পলাশ), নওদা - মোসারফ হোসেন মণ্ডল (মধু), কালীগঞ্জ - আবদুল কাশেম।

কংগ্রেসের প্রার্থী তালিকা
কংগ্রেসের প্রার্থী তালিকাজাতীয় কংগ্রেস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কৃষ্ণনগর উত্তর - সিলভি সাহা। শান্তিপুর - ঋজু ঘোষাল, রানাঘাট উত্তর-পশ্চিম বিজয়েন্দু বিশ্বাস, বাগদা - প্রবীর কীর্তনিয়া, বাদুড়িয়া - আবদুস সাত্তার, ভাটপাড়া - ধর্মেন্দ্র সাউ, নোয়াপাড়া - শুভঙ্কর সরকার, পানিহাটি - তাপস মজুমদার, বরাহনগর - অমলকুমার মুখোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ - অমিত মজুমদার, কলকাতা বন্দর - মহম্মদ মুখতার।

ভবানীপুর - সাদাব খান, রাসবিহারী - আশুতোষ চট্টেপাধ্যায়, চৌরঙ্গী - সন্তোষকুমার পাঠক, জোড়াসাঁকো - জনাব আজমল খান, পূর্বস্থলী দক্ষিণ - অভিজিৎ ভট্টাচার্য, দুর্গাপুর পশ্চিম - দেবেশ চক্রবর্তী, কুলটি - কংগ্রেস প্রার্থী চণ্ডী দাস চট্টোপাধ্যায়, বারাবনি - রণেন্দ্রনাথ বাগচি, সিউড়ি - চঞ্চল চট্টোপাধ্যায় এবং মুরারাই - মহম্মদ আসিফ ইকবাল।

প্রসঙ্গত, চৌরঙ্গী থেকে শিখা মিত্র প্রতিদ্বন্দ্বিতা করবেন, এরকম একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু এদিনের তালিকায় দেখা গেল, সন্তোষ কুমার পাঠক চৌরঙ্গী থেকে প্রার্থী হয়েছেন। বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে নাম ছিল শিখা মিত্রর। কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেন, বিজেপিতে যোগ দেননি। ভোটেও লড়বেন না। তাঁর ছেলেও মা'কে সমর্থন করেন। সোনিয়া গান্ধী বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য শিখাদেবীকে ধন্যবাদ জানিয়ে ফোন করেন। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী জানিয়েছেন যে, শিখাদেবী বিজেপিতে যোগদানের কথা জানালেও পরে মত পরিবর্তন করেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in