WB Election 21: 'চরিত্রহীন' প্রার্থী বদলের দাবিতে কালিয়াগঞ্জে বিজেপি কর্মীদের বিক্ষোভ

দলের ঘোষিত প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলেও এর আগে অন্যান্য জায়গার মতন বিক্ষোভে সামিল হননি কালিয়াগঞ্জের বিজেপি নেতৃত্ব। শান্তিপূর্ণ ভাবেই জেলা ও রাজ্য নেতৃত্বকে প্রার্থী বদলের আর্জি জানান তাঁরা।
কালিয়াগঞ্জে প্রার্থী বদলের দাবিতে বিজেপির বিক্ষোভ
কালিয়াগঞ্জে প্রার্থী বদলের দাবিতে বিজেপির বিক্ষোভনিজস্ব চিত্র

দলীয় প্রার্থীকে নিয়ে এবার ক্ষোভ চরমে উঠল কালিয়াগঞ্জে। চরিত্রহীন প্রার্থীকে নিয়ে সুরক্ষিত নন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। প্রার্থীকে ঝাঁটা জুতো নিয়ে স্বাগত জানানো হবে বলে হুঁশিয়ারি কর্মীদের। প্রার্থী নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় চরম ক্ষোভের জেরে এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্ব। চরিত্রহীন প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জে এলে ঝাঁটা,জুতো দিয়ে স্বাগত জানানো হবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের।

দলের ঘোষিত প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলেও এর আগে অন্যান্য জায়গার মতন বিক্ষোভে সামিল হননি কালিয়াগঞ্জের বিজেপি নেতৃত্ব। শান্তিপূর্ণ ভাবেই জেলা ও রাজ্য নেতৃত্বকে প্রার্থী বদলের আর্জি জানান তাঁরা। তবে সেই দাবি রাজ্য অথবা কেন্দ্রীয় নেতৃত্ব মেনে না নেওয়ায় এবার ক্ষোভ আছড়ে পড়ল কালিয়াগঞ্জে। রীতিমতো দলীয় নেতা কর্মীরা বৈঠক করে প্রার্থীর বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন তাঁরা। কালিয়াগঞ্জ শহরের রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে চরম বিক্ষোভ শুরু করলেন বিজেপি কর্মী সমর্থকেরা৷

আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, মানুষের গণতন্ত্র যখন হারিয়ে যায় তখন মানুষ পথে নামতে বাধ্য হয়৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দিয়েছে তা কোনও ভাবেই মানা হবেনা। মহিলা আন্দোলনকারীদের আরও হুঁশিয়ারি, সৌমেন রায়কে আমরা মানছি না। কারণ সে চরিত্রহীন৷ মহিলারা কেউ নিজেদের সুরক্ষিত মনে করছেন না। তাই আমরা এই প্রার্থীকে কোনও ভাবেই মেনে নিচ্ছি না। প্রার্থী এলাকায় ঢুকলে ঝাঁটা জুতো দিয়ে স্বাগত করা হবে। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার যেকোনও ভূমিপুত্রকে প্রার্থী করা হোক বলে দাবি জানান আন্দোলনকারীরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in