
প্রার্থী তালিকা প্রকাশের পর নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী থেকেছে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় বিক্ষোভে বিপর্যস্ত হয়ে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রাজ্য নেতৃত্ব। কিন্তু কর্মীদের মধ্যে সেই ক্ষোভ প্রশমনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, উল্টে বরং বাড়ছে।
বর্ধমানের কালনা বিধানসভায় দলীয় প্রার্থী টেট দুর্নীতিতে অভিযুক্ত হওয়ায়, তৃণমূল প্রার্থীর হয়ে গতকালই প্রচারে নেমেছেন গেরুয়া শিবিরের কর্মীরা। এবার এই বর্ধমানেরই ৯টি আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিল আদি বিজেপি কর্মীরা। আদি বিজেপির অভিযোগ, দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন ব্যক্তিদের নির্বাচনে টিকিট দিয়েছে বিজেপি। যেমন বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খন্ডঘোষের প্রার্থী বিজন মন্ডলের বিরুদ্ধে একাধিক পোস্ট ভাইরাল হয়। পোস্টে বলা হয়, পরকীয়ার জন্য নিজের এলাকা রায়নার শ্যামসুন্দরে প্রবেশ করতে পারেন না বিজন মন্ডল। বর্ধমান জেলা বিজেপি সভাপতিকে ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে প্রার্থীপদ পেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার পাশাপাশি খন্ডঘোষের বিভিন্ন জায়গায় বিজন মন্ডলের বিরুদ্ধে পোস্টার দেয় আদি বিজেপি। প্রার্থী বদলের দাবিতে শনিবার বিকেলে কাঁটাপুকুর এলাকায় বাঁকুড়া রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা।
দক্ষিণ বর্ধমান কেন্দ্রের প্রার্থী তথা দলের প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দীকে নিয়েও ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন হওয়ায় আগেই দলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ নন্দীকে। সেই তাঁকেই টিকিট দেওয়ায় ক্ষুব্ধ আদি বিজেপি কর্মীরা। সব মিলিয়ে বর্ধমানের ৯টি কেন্দ্রে নির্দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আদি বিজেপি কর্মীরা, যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন